ফেইজবুকের বহুল প্রচলিত একটি গ্রুপে কবিতা পোস্ট দিয়েছি। গ্রুপের নাম সংগত কারনেই উহ্য রাখতে চাই। পোস্ট দেবার পর পরই নোটিফিকেশন আসে। কোন গ্রুপে কবিতা বা কোন লেখা পোস্ট করার মূল উদ্যেশ্য হচ্ছে প্রচার এবং শিক্ষনীয় মন্তব্য আশা করা।

 

আমি নোটিফিকেশন দেখে খুশিই হয়ে যাই। ক্লিক করে কমেন্ট পড়তে গিয়েই মন খারাপ হয়ে যায়। দেখে মনে হলো কমেন্ট এর প্রতিযোগিতা চলছে। একের পর এক কমেন্ট আসতে থাকে। এ লেখা পর্যন্ত ১০ টি কমেন্ট এসেছে। সব গুলো কপি কমেন্ট। সব পোস্ট এ একই রকম কমেন্ট করে এরা। এই যদি হয় তথাকথিত মন্তব্য তাহলে লেখক কদাচিৎ এই সকল গ্রুপে লেখা পোস্ট করবেন। কিছু মন্তব্য তুলে ধরা হলো।

 

১। অসাধারণ লিখেছেন কবি। (না পড়েই মন্তব্য)

২। দারুন বহিঃপ্রকাশ।

৩। মনোমুগ্ধকর পরিবেশনা

৪। অপূর্ব লিখেছেন কবি

৫। অপূর্ব সুন্দর প্রকাশ, মুগ্ধতা দিয়ে গেলাম কবি।

৬। বেশ সুন্দর ও নান্দনিক উপস্থাপন।

৭। চমৎকার উপস্থাপনা, মুগ্ধ হলাম।

৮। অসাধারণ লিখেছেন, প্রিয় কবি! (সত্যিই প্রিয়?)

 

আমার বিশ্বাস এই মন্তব্যকারীদের কেউ কবিতা পড়েন নাই। সবাই গন হারে মুখস্থ মন্তব্য দিয়ে তাদের গ্রুপে নিজেদের উপস্থিতির প্রকাশ করেছেন। উল্লেখ্য যারা মন্তব্য করেছেন তারা সকলেই গ্রুপের মডারেটর!  এই যদি হয় অবস্থা তাহলে লেখার মান বা মূল্যায়ন রইলো কোথায়?

 

এছাড়াও কিছু আছেন যারা চক্ষু বন্ধ করে লাইক দিতে থাকেন। এ যেনো প্রতিযোগিতার বাজার, কে কতো লাইক দিতে পারে!

 

#বি_দ্রঃ- দয়া করে কোন লেখক কোন গ্রুপে লেখা পোস্ট করলে অনুগ্রহ পূর্বক পড়ুন এবং সে অনুযায়ী মন্তব্য করুন। এতে লেখক এবং গ্রুপ উভয়ের জন্যেই কল্যান।

 

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ