
উঠছে নামছে যদিও বা রোজ
প্রকৃতির তালে বেলা,
তবু নেই জেনো টুকি লুকোচুরি
সেই নিয়মের খেলা।
আগেকার দিনে সকলে লুকাতো,
হরেক শব্দ ছুঁড়ি
দিকে দিকে ফিরে শঙ্কিত হৃদে
খুঁজতো শুধু যে বুড়ি।
আজ আশে কেউ ক্ষণিক ঘুরে না
দিতে হবে ভেবে ছোঁয়া,
হেরেছে কি রীতি কালের আঘাতে?
ভাবতেই ঘিরে ধোঁয়া।
ঘোলা চোখে দেখি আজব এ খেলা
সকলে বেড়ায় চষে,
এক দুই গুনে আয়েশে সে’ বুড়ি
নির্ভয়ে আড়ে বসে।
ছবিঃ নেট থেকে।
৮টি মন্তব্য
হালিমা আক্তার
লুকোচুরি খেলতে গিয়ে লুকিয়ে গেল সবই। বুড়ি হারায় নি বোধ। তাঁর খোঁজার নাই কিছু। সুন্দর কবিতা। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অশেষ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
“আজ আশে কেউ ক্ষণিক ঘুরে না
দিতে হবে ভেবে ছোঁয়া,
হেরেছে কি রীতি কালের আঘাতে?
ভাবতেই ঘিরে ধোঁয়া।”
সত্যিই তাই। সময় বদলে গেছে, এখন কেউই কারো দিকে দৃষ্টি দেয় না, ধরা-ছোয়ার বাইরে গিয়েই বাঁচতে চায় সবাই।
বোরহানুল ইসলাম লিটন
জী আপু!
সময়ই সবচে’ পরিবর্তনশীল, যে ক্ষণে ক্ষণে পাল্টায়!
মূল্যবান মন্তব্যে অশেষ তৃপ্ত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
রোকসানা খন্দকার রুকু
আগের সেই সব দিন মধুময় ছিল। এখন সব কেমন যেন এলোমেলো হয়ে গেছে। তবুও চলুক জীবন। শুভকামনা অশেষ।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম সুন্দর মন্তব্যে!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রিতু জাহান
ইশ! সেই শৈশব আমার কোথায় গেলো?
কেনো যে বিলীন হলো!
কতো যে স্মৃতি আমার,, সোনায় মোড়ানো।
দারুন লিখলেন,,
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।