লুকোচুরি খেলা

বোরহানুল ইসলাম লিটন ২৯ জুন ২০২২, বুধবার, ০৫:৫০:০০পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

উঠছে নামছে যদিও বা রোজ
প্রকৃতির তালে বেলা,
তবু নেই জেনো টুকি লুকোচুরি
সেই নিয়মের খেলা।

আগেকার দিনে সকলে লুকাতো,
হরেক শব্দ ছুঁড়ি
দিকে দিকে ফিরে শঙ্কিত হৃদে
খুঁজতো শুধু যে বুড়ি।

আজ আশে কেউ ক্ষণিক ঘুরে না
দিতে হবে ভেবে ছোঁয়া,
হেরেছে কি রীতি কালের আঘাতে?
ভাবতেই ঘিরে ধোঁয়া।

ঘোলা চোখে দেখি আজব এ খেলা
সকলে বেড়ায় চষে,
এক দুই গুনে আয়েশে সে’ বুড়ি
নির্ভয়ে আড়ে বসে।

ছবিঃ নেট থেকে।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ