
রোজ রোজ আকাশ দেখি নীল
মনের মাঝে কষ্ট সব খিল!
মেঠো পথে সোনালি গন্ধের টানে
উড়ে যায়- পূর্ণিমা রাতের চিল
চিল তো নয় বুঝি শঙ্খচিল!
ঘাস ফুলের বাগানে এক নোনা বিল
দেখতে যদি পাই পিরিতির ঢল;
সুখের নায়ে জল শুকন বালুচরে মিল।
যত সব দেখো না মাটির ঘর-
এক নিমেষেই কতদূর করলে যে পর।
২৭ শ্রাবণ ১৪২৯,১১ আগস্ট ’২২
৯টি মন্তব্য
হালিমা আক্তার
চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
আপনাকেও অনেক শুভেচ্ছা ও অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
বোরহানুল ইসলাম লিটন
নির্জলা অনুভুতির বিচ্ছুরণ কবি দা!
শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
নিতাই বাবু
চমৎকার লিখেছেন, কবি লিটন দাদা। শুভকামনা থাকলো।
আলমগীর সরকার লিটন
জি কবি নিতাই দা
আপনাকেও অনেক শুভেচ্ছা ও অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অপূর্ব ।
আলমগীর সরকার লিটন
জি মনজুরুল দা
কষ্ট করে পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন———
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও ভালো থাকবেন ভাই।