রংধনু ও আমি

মেহেরী তাজ ৩ জুলাই ২০১৫, শুক্রবার, ১১:০৫:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৬ মন্তব্য

আমার জীবনের অনেক গুলো বিচ্ছিরি ঘটনার মধ্যে উল্লেখযোগ্য হলো আজকের ঘটনা। কি ঘটনা একটু খোলাসা করি....

গতকাল থেকে খুব চেষ্টা করছি একটু ফেসবুক বা ব্লগে ঢু মারি। কিন্তু আমি তো আবার জিপি সিমের সাথে সাত পাঁকে বাঁধা পড়েছি। সেই জন্য সে আমায় খেতে দিলে খাই, না দিলে না খেয়ে থাকি।

তারপর অনেক চেষ্টা মেষ্টা করে মোট চার বেলা উপোস দিয়ে খাবার পেলাম মানে নেট কানেকশন পেলা্ম। প্রথমেই ব্লগে লগইন হলাম। অনেক গুলো অসাম লেখা পড়ে মন্তব্য করলাম। কিন্তু একটা লেখা পেলাম টপিক হলো " রংধনু " ।  লেখাটা ( রংধনু রঙয়ের ছোঁয়া ) মজায় ভরপুর। এই লেখার একটি জায়গায় "এই পেজে" বলে একটা লিঙ্ক দেওয়া আছে। তার নিচে লেখা আপনাকে দেখতে কেমন লাগে গিয়ে একবার দেখে আসুন টাইপের কথা । আমি গেলাম। স্বাভাবিক তো তাই না? গিয়ে দেখলাম। ঘুরে আসবো কিন্তু ফোনে টাচের হালকা পাতলা প্রব্লেম বলে "মেক ইট প্রোফাইল পিকচার" এ চাপ লেগে গেছে। এর কয়েক মিনিটের মাথায় নেট ও চলে গেলো। আমি এর পরে কি হতে যাচ্ছে তার কিছুই জানতে পারলাম না।

কয়ে মিনিট পরে "দুনিয়ামে কিতনি হ্যায় নাফরাতে? ফিরভি দিলো মে হ্যা চাহাতে" আমার গত কালের সেট করা রিংটোন।
:- হ্যালো!?
:- হ্যা হ্যালো তাজ?
: হ্যা!
: তুমি এমন? আগে জানতাম না তো?
:(পুরাই টাস্কিত হয়ে) আমি কেমন?
: নতুন প্রোফাইল পিকচার দিছো।
: আজ কে?
: হ্যা। বন্দুক হাতে নিয়ে। ছিঃ আমি এটা আশা করি নি।
: বলে কি? বন্দুক হাতে নিলেই মানুষ খারাপ হয়ে যায়? মাথা নষ্ট?
: হ্যা তোমার। আমায় আর কোন দিন ফোন দিও না!
: ক্যানো?????  ^:^

একটু পরে ম্যাসেঞ্জারে বিদেশি ফ্রেন্ডের ম্যাসেজ
: hey Taz!
: hello  🙂

: how r u?
: yea I m OK!
: why didn't u tell me that u r a L....
: no I m not.
: yes u r! Why do u want to hide this.
: what the hell r u talking about. I m not like that.
: your profile picture?
: what???

ততক্ষনে আমি বুঝে গেছে। রংধনু ছবি দেখতে গিয়ে সেটা আমার প্রোফাইলে সেভ হয়ে গেছে। কেউ আমায় দানা বিষ দে। এ অপমান আমি কই রাখি   ;(    ;(

বি:দ্র: ১। যাক বাবা জানা তো গেছে আমার প্রোফাইলে কেউ একজন ছিলো। যে কি না ইয়ে।
২। কারোর সাজেশনে বিদেশি মেয়ে ফ্রেন্ড এড করতে আমি নারাজ।
৩। সব দোষ দাদার। গ্রররররররররররর.........

0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ