কিংবা অন্য কিছু

মেহেরী তাজ ২০ মার্চ ২০১৯, বুধবার, ১১:৩৯:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

তারপর হঠাৎ একদিন তোমার আমার দূরত্বটা বাড়তে থাকবে।
দেখা আর কথা হওয়ার অভাবে বা না হওয়ার প্রভাবে ভুল বোঝাবুঝিটাও চরম সীমায় গিয়ে ঠেকবে বলে রাগ ভাঙ্গানোর সুযোগটাও নষ্ট হয়ে যাবে।
রাগগুলো জমতে থাকবে। তা থেকে জন্ম নেবে ঘৃণার। আর ঘৃণাটা পুষতে গিয়ে নির্লুপ্ত হয়ে যাবো দুজনেই।
আর সব কিছুর মতই চোখে চোখ পড়ার, হাত ধরার মত সুন্দর অনুভূতিগুলোও উড়ে চলে যাবে দূরে, বহু দূরে।
এরপর আমরা যান্ত্রিক পৃথিবীতে শুধু চোখে দেখার তৃষ্ণাটাকে বাঁচিয়ে রেখেই যান্ত্রিকভাবে বাঁচতে থাকবো সবার মাঝে।

তারপর কোন একদিন আমাদের গল্পটার একটা নামকরণ হবে।
ব্যবধান কিংবা দূরত্ব কিংবা অন্য কিছু........

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ