মেয়ে,নারী,মানুষ

রোকসানা খন্দকার রুকু ২৪ জুলাই ২০২০, শুক্রবার, ১১:০৩:৩২অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

কার জন্য এত উদাস,বিরহে পুড়ে পুড়ে হচ্ছ ছাই!
সে তোমার,না তুমি তার?না শুধু শুধু যন্ত্রণার ভার!

সামনে তোমার কঠিন পরীক্ষা
কারন তুমি মেয়ে,নারী,অসহায়,অবলা,আশ্রয়হীন
কি আছে তোমার কাছে?হ্যাঁ কি আছে?
সৌন্দর্য,শিক্ষা,পদমর্যাদা কোনটাই নেই তো!

তৈরী হও পরীক্ষা হবে তোমার হাত,পা,চোখ,নাক,কান চুলের।
লাগবে টাকা কাড়ি কাড়ি,সোনা,গাড়ি,বাড়ি
এমনকি পরীক্ষা হবে ভার্জিনিটিরও!

জীবনভর কপালের ঘামে শ্রান্ত ভিজিয়ে শাড়ির আঁচল
মধ্য রাতে ইচ্ছা অনিচ্ছায় হবে শিকার, যেখানে তুমি
স্বাদ-বোধ,আললাদ,বাসনা ছাড়া জড়পদার্থ,
একথালা ভাত আর আশ্রয়ে কাটবে জীবন।

বাহবা!কি পাবে? মোটেও না।
অবলা আশ্রয়হীনের জন্য নেই কারও তুলে রাখা বাহবা,
আছে শুধু ভত্সনা এটা কি,সেটা কি,কিচ্ছু নেই,কিচ্ছু পারো না,অযথাই বিরাট ভুল হয়েছে॥
যাকে ভাবছ তোমার ভবিষ্যৎ,ভবিষ্যৎ দুরে দাড়িয়ে দেখবে তামাশা।

এসব তুলে রাখ তার জন্য,যে নিজেকে পুর্ন করেছে তোমায় খালি করে,অনাবৃত করেছে তোমায় নিজের আবর্তে।
তুমি বরং নিজেকে নিজের ভবিষ্যৎ বানাও
স্বপ্ন দেখ,কাঁটাও নির্ঘুম রাত তোমার স্বপ্নে
পদার্পণ কর মেয়ে,নারী,অসহায়,অবলা নয়
একজন পরিপূর্ণ মানুষে শুধু মানুষ!!!!!!!!!

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ