
‘‘বগুড়া আঞ্চলিক ভাষার লেখা চেস্টা করেছি’’
ভালবাসা এটি থাক বারে
পত্তের ভিয়ত লাল লাল পত্তে ধরছে বারে! কি তার জাল!
মচমচে পত্তে ডলা, ইংলিশে মাস পান্তার সাতে খাতে কি সাদ-
এক বার না খালে বুজবু নে, কামলারা দল বান্ধে খায় বারে।
ঘরের সামান দিয়ে যমুনা নদী গেছে খালি তৌরে দিয়ে
ইচে মাস মারতে, মন যাবার চায় বারে। একদিন হামরা
কয়েকজন মিলে গেছিলাম- কিসের মাস মারা বাড়িতে
আসবের ধরে, মরবের ধরছুনু; কি বড় বড় নদীর ঢেউ
সেদিন আল্লাহ নিজের হাতে হামাগরক বাচাচে বারে।
সবুজ ঘেরা মেলাবড় পাথার, উচু মাটভিটা ছিল
হামরা প্রতেকদিন বলখেলছিলাম, ক্রিকেট খেলছিলাম!
মেলাস্মৃতি মনে পরে বুকটিা ফাটে যায়, কি আর কমু,
মাজে মাজে মনে হয় বাচে তেকেও মরেগেছি,
কেউ কার খবর নেয় না, নিবে বা ক্যাকা করে বাঙ্গালি
নদিত উপর দিয়ে পুল হচে- ছুরুত ছারুত যাওয়া আসা হয় তো
অনেকেই পায়সা ওয়ালা হয়ে সবভুলে গেচে,
দুখের কতা কাক কমু, ভালবাসা এটি থাক বারে।
০২ আশ্বিন ১৪২৬, ১৭ সেপ্টেম্বর ২০
————————————–
২৬টি মন্তব্য
আরজু মুক্তা
লোকাল ভাষায় লেখা? কিছু বুঝলাম, কিছু বুঝলামনা।
কোন জেলার ভাষা এরা?
আলমগীর সরকার লিটন
নিচে লেখা আছে মুক্তা আপু
বগুড়ার আঞ্চলিক ভাষা
আরজু মুক্তা
এটা
আলমগীর সরকার লিটন
ধন্যবাদ মুক্ত আপু
মোঃ মজিবর রহমান
আঞ্চলিক ভাষায় রচিত কাব্যমালা অনেক বুঝলাম আবার বুঝলাম না। সুন্দর ভাইরে।
আলমগীর সরকার লিটন
জ্বি মজিবর দা আঞ্চলিক ভাষা এরকমী হবে
এবুঝবেন এবুঝবেন না——–অশেষ ধন্যবাদ জানাই
রুদ্র আমিন
আঞ্চলিক ভাষায় ভালো হয়েছে।
আলমগীর সরকার লিটন
হু আমিন দা কষ্ট করে পাঠ করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
মোঃ মজিবর রহমান
কষ্টা না লিটন ভাই। এটা আলাদা স্বাদ আলাদা পাঠ।
আলমগীর সরকার লিটন
জ্বি ঠিক কছেন মজিবর দা
হালিম নজরুল
এমনি কবিতা কম বুঝি, আবার আঞ্চলিক শব্দ! আমি এক্ষেত্রে একেবারেই নাদান। হা হা হা
আলমগীর সরকার লিটন
জ্বি নজরুল দা আঞ্চলিক ভাষা এরকমী হবে
এবুঝবেন এবুঝবেন না——–অশেষ ধন্যবাদ জানাই
সুপর্ণা ফাল্গুনী
যদি নিচে অনুবাদ টা যোগ করে দিতেন খুব ভালো হতো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় সুপর্ণা দিদি আসলে অনুবাদ করলে ত অনেক বড় হবে
পত্তে= মরিচ
ইচে= চিংড়ি মাছ
কাকে কমু = কেউ কে বলা
কষ্ট করে পাঠ করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
সুপায়ন বড়ুয়া
মন আনন্দে নাচেরে
আঞ্চলিক ভাষায় লেখা হয়ে যায়
ভালবাসা এটি থাক বারে বারে।
ভাল লাগলো। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি সুপায়ন দা কষ্ট করে পাঠ করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
খাদিজাতুল কুবরা
লিটনদা ভালো বুঝতে পারনি তবে মনে হচ্ছে ছোট্টবেলার স্মৃতিচারণ করেছেন।
শুভেচ্ছা অবিরাম।
আলমগীর সরকার লিটন
জ্বি কুবরা আপু বগুড়ার আঞ্চলিক ভাষা কষ্ট করে পাঠ করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ফয়জুল মহী
আকর্ষণীয় ও প্রাণবন্ত লেখা । ভালো লাগলো।
আলমগীর সরকার লিটন
জ্বি মহী দা কষ্ট করে পাঠ করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
শামীম চৌধুরী
বগুড়ার আঞ্চলিক ভাষায় লেখাট ভালই লাগলো।
মাঝে মাঝে এমন আঞ্চলিক ভাষায় লিখলে পাঠকরা একটু ভিন্নতর স্বাদ পাবে ভাইজান।
শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় শামীম দা
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হইলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
তৌহিদ
অনেক শব্দ আমি বুঝিনি ভাই। তবে সবার মন্তব্য দেখে মনে হলো উপভোগ্য হয়েছে লেখাটি।
ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় তৌহিদ দা কষ্ট করে পাঠ করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
পত্তে= মরিচ
ইচে= চিংড়ি মাছ
কাকে কমু = কেউ কে বলা
রেজওয়ানা কবির
আমার রুমমেট ও প্রিয় দি বগুরার। তাই ভাষা বুঝতে অসুবিধা হয়নাই।ভালো থাকবেন,নিজের আঞ্চলিক ভাষায় ভাব প্রকাশ খুব ভালোলাগার ব্যাপার।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবির আপু আপনার রুমমেট কে আমার সালাম জানাবেন
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হইলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাক