বিনিদ্র রজনী

সুপর্ণা ফাল্গুনী ২৯ মে ২০২০, শুক্রবার, ০৪:০২:০৪অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

রাত গভীর, চোখে নেইতো ঘুমের লহর।
বিষন্নতার অসুখে পুড়ছে অন্তরাত্মা;
জীবননদী চমকে-ঢমকে মায়াজালে আটকে গেছে ।
কোথাও কেউ নেই-
তিমির রাত আর আমি জেগে আছি পাশাপাশি।
নেশার টানে দূরের কোনো মরু-প্রান্তরে;
অভিসার সাজায় ক্যাকটাস প্রসূন শয্যায় ।
দ্রুম শাখে হুতুম-পেঁচা ও দু'চোখ শূণ্যে ভাসিয়ে অপেক্ষারত;
নয়ন সরসী ভরে আছে রোদন জলে,
ব্যর্থতার ধূম্রজালে আষ্টেপৃষ্ঠে বাঁধা সাজানো স্বপ্নদৃশ্য;
তানপুরাতে অশনি সংকেতের ধ্রুপদী সুরের মূর্ছনা।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ