ফাগুন এলেই

সাদিয়া শারমীন ১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৮:৩২:৪৩অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

ফাগুন এলেই আগুন ঝরে শিমূল পলাশ বনে,
ফাগুন এলেই রঙের পরশ রাঙিয়ে যায় মনে।
ফাগুন এলেই কোকিল ডাকে,গাছে গাছে ফুল,
ফাগুন এলেই কষ্ট মোচন,ভাঙে মনের ভুল।
ফাগুন এলেই কাঁচের চুড়ি সঙ্গে রঙিন ফিতে,
ফাগুন এলেই আমরা সবাই বন্ধু কিংবা মিতে।
ফাগুন এলেই শহীদ মিনার,ভাষার কথা বলে,
ফাগুন এলেই ভাইয়ের রক্ত,বুকে তুফান তোলে।

ফাগুন এলেইঃ সাদিয়া শারমীন।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ