প্রতারক বেশে রাত্রির কবিতা

ছাইরাছ হেলাল ১৩ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ০৬:১৭:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

 

প্রতিটি রাত্রির পরে-ও একটু রাত্রি থাকে,
এমন রাত্রিকে কিছুটা নিদ্রায় রাখি, ইচ্ছে-ভানে,
কিছুটা ইচ্ছে-বিনিদ্রতা দিয়েও আগলে রাখি,
মুখ লুকিয়ে মুখ-লুকানো কিছু শব্দ এধার-ওধার করি,
ভাবখানা এমন! এই রাত্রিতে রাত্রি-লিখে-টিখে
হয়ে যাব/উঠবো মহৎ এক দ্বিগজ কবি!!
কবিতার কারিগর!!

শুধু আকাশ-ই জানে কতটা রাত্রি পার হলে
দূর-দিগন্তে সকাল জাগবে হেসে হেসে,
নিদ্রা আর বি-নিদ্রার মাঝে ঝুলে ঝুলে
পরস্পরের চোখে চোখ রেখে/গেলে
হৃদয় খুঁজে নেবে মুক্তির দরজা, ঘুম-রাতে;

যদিও
কবিতা লেখার কথাই ভাবি, লজ্জা-শরমের মাথা খেয়ে
শেষ/শেষের পরিণামে, রাত-জাগা প্রণয়-পাঠে;

নিশুতিবসনা-দুর্মুখ-কবিতা আমাকে পাত্তায় রাখে-নি, আজ অব্দি!!
রাখবে-ও-না, জানিয়েছে চন্দন-মুখে, পরীদের ঢঙে;

ছবি নেটের।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ