পাওয়া না পাওয়ার হিসেব

রুমন আশরাফ ১৬ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৫:৩৬:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

জীবনের কোনও একটি সময়ে, পাওয়া না পাওয়ার হিসেব করাটাই বোকামি মনে হয় আমার কাছে। কি পেলাম, কি হারালাম, নাকি কি পেলাম না, এসব হিসেব করে কখনওই আমরা জীবনের অংক মেলাতে পারিনি। জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে, পাওয়া না পাওয়ার হিসেব করার চাইতে শুরুতেই হিসেব করে পথ চলা উচিৎ। তবেই প্রত্যাশা মাফিক প্রাপ্তির ব্যাপারটি অনেকটাই অনুকূলে থাকবে।

 

অপ্রত্যাশিত কোনও কিছুর প্রাপ্তিটি কখনও হয় সুখের আবার কখনও দুঃখের। কিন্তু প্রত্যাশিত প্রাপ্তিটি হয় সর্বদাই সুখের।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ