
শব্দের কি রঙ হয়?
হয়তো হয়, হয়তো নয়,
রঙ না হলে প্রতিবিম্ব নিশ্চয়ই হয়।
শ’ফোঁটা অশ্রুর দামে কেনা কাব্যলিপির প্রতিটি শব্দের অন্তরে লুকায়িত নীলত্ব।
আদ্র বেদনা বাষ্পীভূত হয়ে নিখিল কালো মেঘে ছেয়ে গেলে,
সফেদ বৃষ্টির ফোঁটা ঝরে ঝরে যখন ক্লান্ত!
তখন কবিতার আকাশে ঝকঝকে নীল শব্দ ছুঁতে চায় দিগন্ত!
বিরহ বাঁশরীর সুরে প্রিয়তমর ডাকে __
কবিতার দেহ সৌষ্ঠবে নীলাম্বরী সাজ,
অন্তর জুড়ে বিষন্নতা বাহিরে নীল শব্দের নিপুণ কারুকাজ।
অতৃপ্ত হিয়ায় দুঃখের বিষবাষ্প যখন ক্রমশ ঘনীভূত হয়,
তখন নীল শব্দরা ডায়েরির পাতায় গড়ে তোলে নিলয়।
প্রিয় মানুষটির দোর যখন বাস্তবতার করাঘাতে চিরতরে বন্ধ হয়ে যায়,
তখন নীল শব্দের যন্ত্রণাক্লিষ্ট চিঠিটি নীল খামে কল্পনার ডাকবাক্সে পাঠায়।
কখনোবা খরস্রোতা চোখে নোনা দরিয়ার ক্ষরণ ঠেকাতে,
নীল শব্দরা আপনালয় খোঁজে সাহিত্যের পাতায়।
প্রিয় রঙ যার নীল সেও মন ভাঙা নীল শব্দের দূষণে দু’হাতে কান চেপে ধরে মুক্তি চায়।
তখন নীল শব্দের ঠাঁই হয় কাঁচা হাতে লেখা কবিতার খসড়ায়।
কাল কেউটে কাটলে শরীর নীল হয়,
বিচ্ছেদ হৃদপৃণ্ড কাটলে রক্ত নয়, ফিনকি দিয়ে নীল শব্দ ঠিকরে বেরোয়!
তখন জীবনের সব রঙ ধুয়ে মুছে যায়,
বাকী থাকে কেবল বেদনার নীল,
তাবৎ পৃথিবীটাই নীলময়।
১৮টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
শব্দের কোন রঙ নেই ভাবনায় থাকে রঙ!
কখনোবা খরস্রোতা চোখে নোনা দরিয়ার ক্ষরণ ঠেকাতে,
নীল শব্দরা আপনালয় খোঁজে সাহিত্যের পাতায়।
যথার্থ লিখেছেন, দিদি।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ দাদা পড়ে সুন্দর মন্তব্য করার জন্যে।
ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
আহা! দারুন লিখেছেন। নীল শব্দ আসলেই যার কোন শব্দ নেই। বহিঃপ্রকাশ ও নেই। শুধু একা একা ভোগায় আর কষ্ট দেয়।
শুভ কামনা রইলো। শুভ সকাল🌹🌹
খাদিজাতুল কুবরা
একজন দাদা আছেন দুর্দান্ত দ্রোহী কবিতা লিখেন। তিনি আমার লেখা পড়ে মন্তব্য করেন__ “নীল শব্দের মুন্সিয়ানা ফুটিয়ে তুলেছেন বোন”।ওখান থেকেই ভাবলাম নীল শব্দ নিয়ে কিছু লিখলে কেমন হয়।
ভালো থাকবেন বন্ধু!
ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
ছাইরাছ হেলাল
নীল, বেদনার প্রতীক তা এই লেখাটিতে খুবই বুঝিয়ে দিচ্ছে।
তাহলে নীলাঞ্জনাকে কোথায় রাখি!!
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন ভাইয়া পড়ে সুন্দর মন্তব্য করার জন্যে।
আপনার জন্য ও অনেক শুভেচ্ছা।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক ভাবনাবিনাস কবি আপু অনেক শুভেচ্ছা রইল
খাদিজাতুল কুবরা
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ লিটন দা
আরজু মুক্তা
নীল কষ্টগুলো আমরা নীল কালি দিয়ে আবার কাব্যে সাজাই।
কষ্ট নেবো কষ্ট! নীল নীল কষ্ট!
খাদিজাতুল কুবরা
একেকজনের লেখার অনুষঙ্গ একেক রকম।
আমি নীল শব্দ গেঁথে আনন্দ পাই।
আর সেজন্যই লিখি।
অসংখ্য ধন্যবাদ আপু পড়ার জন্য
জিসান শা ইকরাম
বিষণ্নতা, যন্ত্রণার অনুভূতিগুলো অত্যন্ত তীব্র হয়ে থাকে,
আনন্দের অনুভুতি তেমন আমরা মনে রাখি না,
তাই যন্ত্রনার লেখার গান, কবিতার সংখ্যাই বেশী, যা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় গভীর ভাবে।
নীল শব্দ ভালো হয়েছে খুবই।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
নীল শব্দ গেঁথে যখন একটা কিছু লিখতে পারি। সে আনন্দ বলে বোঝাতে পারবোনা। আসলে মানুষের আনন্দের উৎস ও স্বতন্ত্র।
ভাইয়া আপনি পড়েছেন এবং ভালো হয়েছে বলেছেন এ যে কত বড় প্রাপ্তি আমার। সেটা আমি জানি।
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবসময়।
ভালো থাকুন প্রিয় ভাইয়া।
তৌহিদ
শব্দকে এত কষ্টময় করে লেখায় ফুটিয়ে তুলতে পারার মাঝেও একধরনের আনন্দ আছে তা কি জানেন? তবে একটা আইডিয়া দিতে পারি, যখনি দেখবেন শব্দেরা নীল হয়ে ধরা দিচ্ছে সেই মুহুর্তে লেখা থামিয়ে দিন। ভালোলাগার কাজ করুন। মন ভালো হলে তবেই লিখুন।
যদিও সবাই বলে বিরহ বেদনা না এলে লেখার ভাব আসেনা। তবে হাসিমন নিয়েও লেখার রঙ নীল করা যায় কিন্তু।
ভালো থাকুন আপু। চমৎকার লেখা পড়লাম।
খাদিজাতুল কুবরা
তৌহিদ ভাইয়া আপনার মন্তব্য খুব ভালো লাগলো।
আসলে মানুষের আনন্দের উৎস ও স্বতন্ত্র। আর লেখকের লেখার অনুষঙ্গ ও আলাদা। মানুষের কম বেশি সুখ দুঃখ থাকে। আমার ও আছে। আমি কষ্ট থেকে লেখার উৎস পাই আর নীল শব্দ সাজিয়ে আনন্দ পাই।
রম্য লিখতে একদম পারি না।
তবে গল্প লেখার খুব ইচ্ছে আছে।
ইনশাআল্লাহ চেষ্টা করবো।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি গঠন মূলক মন্তব্য করার জন্যে।
আপনার জন্য ও আন্তরিক শুভেচ্ছা রইল
সাবিনা ইয়াসমিন
তৌহিদ ভাইয়ের সাথে আমি সহমত রাখি। সাথে এটাও বলবো শুধু কষ্টের রঙ নীল হবে কেন! হলুদ বেগুনি বা মেটেও হতে পারে। নীলকন্ঠের স্বরে অথবা নীল অপরাজিতা দেখে মন শীতল হয় না এমন কখনো হয়! নীল শাড়ি চুড়িতে প্রেমিকার সাজ ঘুম কেড়ে নেয় লাখো প্রেমিকের দু’চোখ হতে। তাই নীল হোক আনন্দের, উদ্দীপনার রঙ।
অনেক সুন্দর কবিতা লিখেছেন, মন কিছুটা এলোমেলো, তাই নিজের মতো করে বললাম 🙂
ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹
খাদিজাতুল কুবরা
আপু আসলে সবার লেখার অনুষঙ্গ আলাদা। আমি সুখের চেয়ে দুঃখ লিখতেই বেশি সাচ্ছন্দ্য। তাই কষ্টের অনুভূতি প্রকাশে ব্যবহৃত শব্দকে আমার কাছে নীল মনে হয়। কেননা বিষক্রিয়ায় শরীর নীল হয়।কিছু কিছু অসুস্থতায় ও শরীর নীল হয়।
তবে আমার প্রিয় রঙ ও কিন্তু নীল।
নীল শব্দ সাজিয়ে মনের আনন্দ খুঁজে পাই।
পড়ার জন্য এবং গঠন মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার জন্য ও আন্তরিক শুভেচ্ছা রইল
রেজওয়ানা কবির
প্রথমেই বলে নেই নীল রং আমার প্রিয়। আসলে নীল মানেই বেদনা এই কথাটি চিরাচরিত চলে আসছে কিন্তু এই নীলেই একজন নারীকে কত সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, সাবিনা আপুর মত বললাম আমারও মনটা এলোমেলোতো তাই 😋তবে কবিতা ফাটাফাটি, শব্দেগুলো শুধু কোথায় যেন নাড়া দিল।ভালো থাকবেন আপু।
খাদিজাতুল কুবরা
নীল আমার ও প্রিয় রঙ। ঐ লেখার জন্যই লেখা।
অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল প্রিয়।
ভালো থাকুন।