নীল শব্দ

খাদিজাতুল কুবরা ২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ১০:৪০:৩৫অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

 

শব্দের কি রঙ হয়?
হয়তো হয়, হয়তো নয়,
রঙ না হলে প্রতিবিম্ব নিশ্চয়ই হয়।
শ'ফোঁটা অশ্রুর দামে কেনা কাব্যলিপির প্রতিটি শব্দের অন্তরে লুকায়িত নীলত্ব।
আদ্র বেদনা বাষ্পীভূত হয়ে নিখিল  কালো মেঘে ছেয়ে গেলে,
সফেদ বৃষ্টির ফোঁটা ঝরে ঝরে যখন ক্লান্ত!
তখন কবিতার আকাশে ঝকঝকে নীল শব্দ ছুঁতে চায়  দিগন্ত!
বিরহ বাঁশরীর সুরে প্রিয়তমর ডাকে __
কবিতার দেহ সৌষ্ঠবে নীলাম্বরী সাজ,
অন্তর জুড়ে  বিষন্নতা বাহিরে নীল শব্দের নিপুণ কারুকাজ।
অতৃপ্ত হিয়ায় দুঃখের বিষবাষ্প যখন ক্রমশ ঘনীভূত হয়,
তখন নীল শব্দরা ডায়েরির পাতায় গড়ে তোলে নিলয়।
প্রিয় মানুষটির দোর যখন বাস্তবতার করাঘাতে চিরতরে বন্ধ হয়ে যায়,
তখন নীল শব্দের যন্ত্রণাক্লিষ্ট চিঠিটি নীল খামে কল্পনার ডাকবাক্সে পাঠায়।
কখনোবা খরস্রোতা চোখে নোনা দরিয়ার ক্ষরণ  ঠেকাতে,
নীল শব্দরা আপনালয় খোঁজে সাহিত্যের পাতায়।
প্রিয় রঙ যার নীল সেও মন ভাঙা নীল শব্দের দূষণে দু'হাতে কান চেপে ধরে মুক্তি চায়।
তখন নীল শব্দের ঠাঁই হয় কাঁচা হাতে লেখা কবিতার খসড়ায়।
কাল কেউটে কাটলে শরীর নীল হয়,
বিচ্ছেদ হৃদপৃণ্ড কাটলে রক্ত নয়, ফিনকি দিয়ে নীল শব্দ ঠিকরে বেরোয়!
তখন জীবনের সব রঙ ধুয়ে মুছে যায়,
বাকী থাকে কেবল বেদনার নীল,
তাবৎ পৃথিবীটাই নীলময়।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ