
যত দোষ নন্দঘোষ নয় নির্মলেন্দু গুণ।
তিনি যদি ঘটা করে না বলতেন _”তোমার চোখ এতো লাল কেন? “তাহলে তুমি ও বলতেনা।
জবাবে আমি ও হয়তো দুঃসাহসে উদ্ধৃত করতামনা __
“তার চেয়ে চলো এক কাজ করি,
তুমি কান পেতে শোনো, শুধু শোনো,
আমি শুধু বলি!
ভালোবাসি…
ভালোবাসি…ভালোবাসি…;♥”
শেষতক কী হলো?
লোকসান গুণছি__
অনুশোচনার প্রতিলিপিতে লিখছি ভুল সংলাপ, ভুল প্রেমালাপ,
আরও কত নাম না জানা ভুলচুক।
সব অহেতুক, অহেতুক!
তিনি না হয় বিশ্বপ্রেমিক; সৃষ্টির নেশায় বুদ হয়েছেন, নষ্ট প্রেমের পদ্যে কিংবা গদ্যে।
আমি!
আমি তো অতি সাধারণ পাল ছেঁড়া নাবিক,
আমাকে ঘিরে ধরেছে অভিশাপের প্রতীক এলবাট্রস!
দানা পানি শেষ হতে চললো
জলের ঘড়া খালি প্রায়,
এবার আমি ঠিক মরবো লবনাক্ততায়।
তুমি!
তুমি তো ডুব সাঁতারু!
তোমার ভয় নেই
সাঁতরে যাও কত প্রিয় বন্ধু তোমার অপেক্ষায়।
হ্যাঁ বন্ধু ঠিকই বলছি তুমি সৌভাগ্যবান।
আমার প্রাণ ওষ্ঠাগত,
আর দেরি নেই!
এই তো কেবল শেষ সূর্যাস্তের…..
নির্মলেন্দুর জয় হোক __
শুধু কবিতার পাতায়!
১৮টি মন্তব্য
বন্যা লিপি
বেলাশেষে আরেকবার জ্বলে উঠবেই দিনান্তের রেখে যাওয়া আরক্তিম সুর্যালোক। যাবার আগে ভুলিয়ে দিয়ে যাবার থাকে নানান অজুহাত। ওগুলোই কেড়ে নিতে থাকে প্রাণের অবশিষ্টাংশের আশ্বাস……..
তোমার লেখনি ধারে কাটছে যাবতীয় পুরোনো ধাঁচ। থেমো না…. এটাই অনুরোধ।
সবসময়ের জন্য ভালবাসা।
খাদিজাতুল কুবরা
প্রিয় আপু আপনার লেখা লাইনগুলো এ লেখার মাথায় মুকুট পরিয়ে দিল।
আমার খুব ভালো লাগছে আমরা নিজেদের আঙ্গিনায়।
ভালো থাকবেন ভালোবাসা রইল
মোঃ মজিবর রহমান
শেষ মুহুর্তে আবার হাক দিক সারা বিশ্বময় ভালবাসার জয় হোক। বেদনায় নয় মুহুর্মুহু আলিংগনে।
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন মজিবর ভাইয়া
মোঃ মজিবর রহমান
শুভ ব্লগিং
ছাইরাছ হেলাল
চাওয়া-পাওয়া, চাওয়া না-পাওয়ার দোলাচলে আমাদের জীবন,
জীবন এমন ই, বাড়তি পাওয়া শুধু একরাশ লবণাক্ততা।
আপনি ভাল লেখেন সব সময়।
খাদিজাতুল কুবরা
মন্তব্য পেয়ে ভালো লাগছে। শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় সুহৃদ।
ভালো থাকবেন।
আলমগীর সরকার লিটন
যারা সাঁতার জানা বলে ডুবে যায় চমৎকার এক অনুভূতি কবি আপু
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন লিটন দা
রেজওয়ানা কবির
চাওয়া পাওয়া এতো হিসাব করতে করতেই জীবন শেষ।।।
অনেক সুন্দর হয়েছে আপু।
শুভকামনা।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ প্রিয় ছোটু।
ভালো থেকো, প্রাণোচ্ছল হাসিমুখে থেকো সবসময়
সুপর্ণা ফাল্গুনী
চাওয়া পাওয়ার হিসেব মেলাতেই ব্যস্ত সবাই কিন্তু হিসাব করলে জীবনের পড়ন্ত বেলায় কিছুই হাতে থাকে না। অবিরাম ভালোবাসা 🌹🌹
খাদিজাতুল কুবরা
ঠিকই বলেছেন দিদি ভাই। জীবন এমনই।
অনেক ভালোবাসা রইলো
হালিম নজরুল
ভাল লেগেছে আমার।
খাদিজাতুল কুবরা
জেনে প্রীত হলাম।
আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়
বোরহানুল ইসলাম লিটন
উদার বক্ষে বিলিয়ে সুখের ঢেউ
অন্তিমকালে দেখি মোর পাশে
দোষ ছাড়া আর আপনার নেই কেউ।
সুন্দর অনুভবে অনন্য সৃজন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ সুহৃদ
হালিমা আক্তার
ভালোবাসার সবটাই কি ভুল প্রেম আলাপ। নাকি ভুল সময়ের সংলাপ। জীবনের কত হিসাব নিকাশ। মনে হয় সবটাই শুন্য। প্রাপ্তির খাতায় সেটাই কম কি! শূন্যের বামে এক আর শুন্য না হয় বসিয়ে নেই।