নামহীন!

রোকসানা খন্দকার রুকু ২ নভেম্বর ২০২০, সোমবার, ০২:১১:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

শুরুটা তুমিই করেছিলে; অনেকটা আমার অনিচ্ছায়।তারপর অনেক বারই বলেছি,

আমাদের সম্পর্কের নাম কি বলবে?

আমি দিয়েওছিলাম,তোমার পছন্দ হয়নি! বলেছ নাম আবার কি? বুঝে নিতে হয়!

ভেবেছি কতবার কতভাবে এমন চাইনা, থাকবনা, দেবনা ঠাঁই দেবই-না।

কি এক অজানা মোহে টেনেছ কাছে বারবার, যতবারই দুরে গেছি-যেতে চেয়েছি ততোবার, একেবারে ডুবে যাওয়ার আগ পর্যন্ত।

তারপর আমার ফাগুনে, বর্ষায়, শরতে, হেমন্তে করেছ মাখামাখি নানা রঙে নানা কৌশলে।

আমিও না চাইতে-চাইতেই তাল জুগিয়েছি, তোমার প্রতিটি আহ্বানে-আকুলতায় ।

কানায় কানায় পূর্ণ হবার বেলায়, হঠাৎ তুমি ফুরিয়ে গেলে, মনে হল এ অন্যায়।

আমি হারিয়ে গেলাম অজানা অন্ধকারে, হাতরে হাতরে তোমায় কতবার ফেরাবার চেষ্টায় ব্যর্থ হলাম।

অবশেষে তুমি দাঁড়িয়ে দেখলে আমার তলিয়ে যাওয়া। ফিরেও তাকালে না, টানলনা নামহীন সম্পর্কের টানাপোড়ন আর "পিছুটান" সেতো ছিলই না।

বরং বললে, শুধু শুধু এতগুলো সময় নষ্টের খেলায় গড়ালাম।

অনেক আগেই মনে হওয়া উচিত ছিল,কোন সম্পর্কই "নামহীন" হয়না।

ছবি- সংগ্রহ।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ