নবান্নের ডাইনিরা

ছাইরাছ হেলাল ২৩ নভেম্বর ২০১৯, শনিবার, ১০:০৬:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

নবান্ন এলে,
ডাইনিরা নেমে আসে সবার অলক্ষ্যে রাতের দিঘলে, গোল গোল চোখে, দল বেঁধে, দল ভেদে,
এই উৎসবে ঝালিয়ে নেবে অনুপুঙ্খ-খণ্ডকালিন-প্রেম, প্রেম প্রেম খেলার ছলে; তাড়নার অনাবরণে, শরম-বিহীন সুপ্ত লুপ্ত নোনা-হাতছানিতে, এ যেন মেলে-ফেলে রাখা উন্মুক্ত নৈবেদ্য!কৃষক আঙিনায়,
কৃষকের খিড়কি-ঘেঁষা নিঝুম পালঙ্কের আলস্য শয্যায় আকণ্ঠ মদিরাময় বিনিদ্র-প্রেম,
খণ্ডকালিন-প্রেম হবে অন্তঃসত্ত্বা, ধীরে হেঁটে যাওয়া পাখিডাকা ভোরের আগেই;

অসহায় পরাস্ত ব্যর্থ ব্যাহত সোনা-ধানের কৃষক দম্পতি, বিরল সংক্ষোভে নিভৃতে কাঁদে,পরস্পরের গা-বেয়ে ঝরে পরে অভিসম্পাত।

ঘাড় মটকে চুষে-শুষে ফেলে দেয়া মুন্ডুবিহীন-প্রেম একাকী হেঁটে যায়
অতলের গহীন অন্ধকারের পথে।

অকস্মাৎ যেন কারাগার ভেঙ্গে বেড়িয়ে আসে, সম্বিৎ ফিরে পাওয়া এক ছায়ামূর্তি, ঔপনিবেশিকতার গ্লানি মুছে ধীর-লঘু পায়ে সহনশীল-আশ্বাসের মিষ্টি-উচ্চারণে, সোনালী কৃষকের দ্বারে, পিদিম হাতে অবিরাম মুসাফিরের বেশে।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ