দ্বিতীয় চোখ

নাজমুল হুদা ২৪ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ০৩:০৭:৪১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

ভিতরে হুমড়ি খেয়ে একদিন খুঁজে দেখেছি নিরবে;
বিশেষ করে- প্রেমিকার চোখ প্রতিবাদ করতে জানে
আকাশের সাথে চোখের কোনো তফাত থাকে না
জমিন থেকে তাকালে যেমন গুচ্ছ গুচ্ছ মেঘ উড়ে
তোমার চোখে সেদিন রাতের মেঘ ছিলো
এক খণ্ড সাহসী ‌লাল মেঘে বুঝে নিয়েছি
চোখের পরিপূর্ণ ইতিহাস না জেনে প্রতিবাদ করে
শুধু বলেছিলে- 'ওই! থাক না বিশ্লেষণ করো না।'

সেদিন থেকে- ঘাসে শুয়া পাতা আর তোমার চোখ
স্পর্শ পেলে পাতা যেমন নেতিয়ে যায় নরম ডালে
আঙুলের শাসন পেলে হয়ত তুমি
একবার- আস্তে আস্তে গুটিয়ে নিবে তোমার তুমিকে
বন্ধ চোখের ফুঁৎকারে কষ্টের মেঘ সরাবে আপন করে

আগে বলেছি- আহত চোখের ব্যাখ্যা হয় আমার মতো
চোখের ভাবে রচিত পাঠক প্রিয়তা পায় দ্বিতীয় চোখ
চোখে চোখ গেঁথে অনুবাদে এখন বুঝো আমার চোখ।

নেত্রকোণা, ময়মনসিংহ।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ