তুমিও ভালো থেকো

সুরাইয়া পারভীন ৩০ মে ২০২০, শনিবার, ১২:২৮:৪৬অপরাহ্ন চিঠি ২৪ মন্তব্য

প্রিয় বাদল,

কিছু প্রিয় মুহূর্ত মস্তিষ্কে গেঁথে নিয়ে একটু একটু করে বেঁচে থাকার নামই যদি হয় ভালো থাকা, তবে আমি খুব ভালো আছি। এতোটা ভালো কেউ থাকতে পারে কিনা জানি না!

কিছু প্রিয় স্মৃতি হৃদয় ফ্রেমে বন্দী করে, প্রতিনিয়ত তা রোমন্থন করে একটু একটু করে ভালো থাকার নামই যদি হয় সুখে থাকা, তবে আমি খুব সুখে আছি। আমার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই।

তুমি কষ্ট পেও না এই ভেবে যে আমি ভালো নেই। তুমি মন খারাপ করো না আমি কষ্ট পাচ্ছি ভেবে। বিশ্বাস করো আমি ভালো আছি, খুব খুব খুব ভালো আছি! ভুল সুখে নয়, সঠিক সুখেই সুখী আমি।

তোমাকে ভালোবেসে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে রেখে, তোমার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকার চেয়ে বেশি সুখের আর কিচ্ছু হতে পারে না আমার কাছে। কিচ্ছু না।

তোমার ভালোবাসা আমায় ভালো থাকতে শিখিয়েছে। তোমার কেয়ারিং আমায় যত্নশীল করে তুলেছে। তোমার অপেক্ষা আমায় ধৈর্য্য ধরতে শিখিয়েছে। এই এক জীবনে আর কি চাই বলো! এই তুমিও ভালো থেকো কেমন! খুব ভালো থেকো, নিজের যত্ন নিও।

ইতি

পুষ্প

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ