তুই কি আমার সঙ্গী হবি

হালিমা আক্তার ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ১১:৪৪:৩০অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

তুই কি আমার
ডায়রি হবি ?
একলা থাকার সঙ্গী হবি ?
মাঝে মাঝে রাত দুপুরে
সবাই যখন ঘুমিয়ে পড়ে ,
চাঁদের আলো যায়না দেখা
অমাবস্যার গহীন রাতে ,
তখন যদি চোখ থেকে
গড়িয়ে দু' ফোটা অশ্রু পড়ে
রুমাল হয়ে থাকবি পাশে |

তুই কি আমার
ডায়রি হবি ?
একলা থাকার সঙ্গী হবি ?
সকাল সন্ধ্যা ব্যাস্ত সময়
নিশুতি রাতে দু'চার শব্দ, লিখবো যখন
চোখ রেখে তোর মলিন পাতায় |

তুই কি আমার
ডায়রি হবি ?
দিনের আলোয় ঘুম পাড়াবো
রাত দুপুরে আসর বসাবো ,
রোজনামচায় ভরে তুলবো
তোর খালি পাতাগুলো ,
তুই কি তখন, খুব রাগ করবি ?

তুই কি আমার
ডায়রি হবি ?
গোপন প্রেমের সঙ্গী হবি ?
চুপি চুপি সংগোপনে
মনের কথা বলবো তোকে ,
দেখিস! আর যেন কেউ না শোনে |

তুই কি আমার
ডায়রি হবি ?
ঝিঁ ঝিঁ পোকা ডাকে যখন
বাঁশঝাড়ে ওই জোনাই জ্বলে ,
তোর বুকেতে মাথা রেখে
যদি কখনও ঘুমিয়ে পড়ি ,
আলতো ছোঁয়ার পরশ দিয়ে
মায়ায় জড়িয়ে রাখিস তখন |

তুই কি আমার
ডায়রি হবি ?
বয়েসের ভারে ক্লান্ত যখন
মাথার চুলে ধরবে পাক ,
পিছন ফিরে দেখবো তোকে
মোটা ফ্রেমের চশমা চোখে ,
স্মৃতিগুলো খুঁজে নিবো
তোর স্নেহের বাহুডোরে |

তুই কি আমার
ডায়রি হবি ?
একলা থাকার সঙ্গী হবি ?
দুঃখ সুখের সুতোয় গাঁথা
রঙিন মলাটে বাঁধবো তোকে ,
রাখবো খুব সযতনে আলমারির
ওই নতুন তাকে |
শতুই কি আমার
ডায়রি হবি !
একলা থাকার সঙ্গী হবি।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ