গলি পথ

আলমগীর সরকার লিটন ১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১০:৫৬:৪৫পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

অর্থ ছাড়া কবিতার হাত পা চোখ মুখ
দেহের রূপ লাবণ্য গঠন হয় না-
চুল খসে যাওয়া ভাবনাগুলো ছাড়াও
কবিতা দুচোখে দেখাই যায় না;

গভীর থেকে সেই চিন্তা রস আনতে হবে
না হলে কবিতাকে স্পর্শও করা যাবে না
কবিতাকে একবার পলক আকর্ষণ করে না
বার- বার- বার- বার পলক ফালাতে হয়,
তাহলেই নিঃশ্বাস নেয়া যাবে কবিতার বুকে;

সব কবিতার সুর কাল্পনিক সুন্দর কারণ
গলি পথ একটাই- আমরা সেই গলি পথে হাঁটি
ইচ্ছা ফুরায়! তবুও পথ চিনতে ভুল করি
চল বার বার হেঁটে যাই কবিতার গলি পথ।
০৪ আশ্বিন ১৪২৮, ১৯ সেপ্টেম্বর ২১

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ