খোলা জানালা

আরজু মুক্তা ১১ এপ্রিল ২০২১, রবিবার, ০৩:০৬:৩৭অপরাহ্ন সঙ্গীত ১৭ মন্তব্য

ঝিরি ঝিরি ঝর্ণার

টুপটাপ আওয়াজ,

পাহাড়ি চটুল নদীর

এঁকে বেঁকে যাওয়া।

মোহনা যেথায়

সাজানো আছে এক রথ।

একদিন বিকেলে গোধূলি বেলায়

তুমি আমি মুখোমুখি

ঘাসের বিছানায়।

টোল পরা গালে

জমে যদি অভিমান।

কথারা নির্জনে

যাক ফুরিয়ে নিমিষে।

এসো তবে হাত মিলাই।

মৌমাছির গুঞ্জনে

প্রজাপতির পাখায়

সংবাদ চারিদিকে--

পাখিরা হারায় পথ

খোলা জানালায়।

 

 

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ