কুয়াশার উঠান

আলমগীর সরকার লিটন ২১ নভেম্বর ২০২০, শনিবার, ১১:৩৪:৩৮পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

কুয়াশা জড়ানো একটা চাদর হারিয়ে গেছে-
কোন শীত উষ্ণ বুকে! যত বার শীত আছে-
তত বার খুঁজতে থাকি- ভরা শীত পূর্ণিমায়
কিংবা অমাবস্যার রাত; অথচ তারা অন্যকিছু
ভেবেই চল্লো- সজাপথে এতটুকু হাঁটল না-

কত বাহানা মনে ধরেই রাখলো- তাহলে কথায়
হারানো চাদর- খুঁজব কথায়- উঠানে খর পুড়ানো
কুয়াশায় কাপনো সকালটা আর খোঁজে পাই না।

খুঁজতে খুঁজতে কথায় জানি এসে ধাক্কা লাগল
পাঁজর জুড়ে- হাঁলকা পাজর ব্যথায় চিনচিন করে উঠলো-
তবুও একদিন খৃুঁজে নিবে কুয়াশা ভেজা চাদর
সেদিন আকাশে চাঁদ থাকবে না- তারা থাকবে না
শুধু চারপাশ দেখবে কুয়াশা ভরা উঠান।

০৬ অগ্রহায়ণ ১৪২৬, ২১ নভেম্বর ২০
----------------------------------------

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ