কালের জালে

বোরহানুল ইসলাম লিটন ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০৮:৩৪:৪২পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

থাকবে কি কেউ অমর হয়ে
জান্টু নদীর চরে?
কাল যাবে কেউ একলা চলে
কেউ বা কালের পরে।

তবু যেন বিশ্বাসে মন
পায় না খুঁজে বাসা,
তাই খ্যালে রোজ নিত্য নতুন
স্বপ্ন আশায় পাশা।

আজ যদি যায় কালকে হেরে
কাল ঠিকই যায় কালে,
মন তবু ক্যান পরশু নিয়ে
ব্যস্ত মায়ার জালে??

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ