
থাকবে কি কেউ অমর হয়ে
জান্টু নদীর চরে?
কাল যাবে কেউ একলা চলে
কেউ বা কালের পরে।
তবু যেন বিশ্বাসে মন
পায় না খুঁজে বাসা,
তাই খ্যালে রোজ নিত্য নতুন
স্বপ্ন আশায় পাশা।
আজ যদি যায় কালকে হেরে
কাল ঠিকই যায় কালে,
মন তবু ক্যান পরশু নিয়ে
ব্যস্ত মায়ার জালে??
১১টি মন্তব্য
সাখাওয়াত হোসেন
চমৎকার ছন্দময় লেখনি হে সুপ্রিয় কবি।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
এই কাল আর পরশু আমাদের শিক্ষা দেয়না লোভিদের। কিন্তু যারা এটা মুল্যায়ন করে তারা অন্যায় থেকে নিশ্চিত দূরে থাকে বলে আমার বিশ্বাস।
সুন্দর ভাবনায় সুন্দর প্রকাশ কবি ভাই।
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্য দানে ভীষণ মুগ্ধ করলেন মজিবর ভাই।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অফুরাণ।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
আল্লাহ সহায় ভাই। শুভ ব্লগিং।
ফয়জুল মহী
অতুলনীয় অপুর্ব লেখনী।
শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা রইলো ভাইয়া।
লিখতে থাকুন। 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আরজু মুক্তা
আজকের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।