
আমি শুধু দেখেছি,
চেয়ে চেয়ে দেখেছি
নিত্য তাহার যাওয়া আসা।
সে এসেছে; বিচরণ করেছে
শুধু আমার আঙ্গিনায়-
পড়েনি তাহার ছায়া।
কতবার ভেবেছি, আসবে এক্ষুনি
আঙ্গিনা মাড়িয়ে বসবে দাওয়ায়!
বাতাস এসে জানিয়েছে তাহার উপস্থিতি,
তবুও সে আসেনি; দাওয়ায় বসেনি।
তাহারই অপেক্ষায় চেয়ে চেয়ে
জানালার গ্ৰিলে মাথা ঠুকেছি
তবুও সে আসেনি; দাওয়ায় বসেনি
আমি শুধু দেখেছি,চেয়ে চেয়ে দেখেছি
কালের বিবর্তনে বহুদিন কেটে গেছে যোগাযোগহীন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে। তবুও মনের মন বলেছে যোগাযোগ না থাকলেও সে আছে, কাছেই আছে, পাশেই আছে। মন মনের চোখে দেখেছে রোজ তার এবাড়ি ওবাড়ি ঘোরাঘুরি। শুধু মনের বাড়িতেই পড়েনি তার পদধূলি। অথচ মন খুব করে চেয়েছিল সে আসুক, মনের উঠান মাড়িয়ে দাওয়ায় বসুক। হাতে হাত রাখুক, চোখে চোখ রাখুক, একরাশ নৈঃশব্দ্যিক নিস্তব্ধতা নিয়ে ঠোঁটে ঠোঁটে কথা বলুক। বৈরী আবহাওয়া মনের চাওয়াকে পাত্তা দেয়নি বলেই হয়তো সর্বদা সংশয়ে কেটেছে সময়।
অপেক্ষার শেষ প্রহরে;
দেখা হবে কী তাহার সনে?
বসত যাহার বুকের বাম অলিন্দে!
আধিপত্য যাহার হৃদয় সিংহাসনে!
দুর্দান্ত দাপটে শাষণ চলে যাহার মনোরাজত্বে!
অজস্র সংশয় মনের মধ্যে ঘুরপাক খেতে খেতে একটা সময় এসে মন হয়ে গেলো নির্বিকার নিশ্চুপ। কোনো কিছুতেই যেনো আর মনের কিছু যায় আসে না। প্রিয়জন কাছে থাকুক বা দূরে এতে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। নেই কারো জন্য প্রতীক্ষায় পথ চেয়ে থাকা। মন যখন সমস্ত আশা ছেড়ে দিয়ে নিজেকে বন্দী করে নিলো একটা শক্তপোক্ত খোলসের ভিতরে ঠিক তখনই সে এসে কড়া নাড়লো মনের দরজায়। এতো দিন ধরে একটু একটু করে অভিমান জমে যে বরফের পর্বত সৃষ্টি হয়েছিল তা এক পকলের একটু দেখাতেই গলে জল হয়ে মিশে গেলো সমুদ্রের বুকে।
ওহে প্রিয় প্রিয়জন,
তোমারই জন্য অপেক্ষারা-
করেছিল কতো শতো আয়োজন!
তোমার ঐ মায়াভরা মায়াবী মুখখানি,
দেখবে বলে প্রতীক্ষা করেছে কতোদিন।
অবশেষে তুমি এলে; সমস্ত প্রতীক্ষার-
অবসান ঘটিয়ে কাছে টেনে নিলে আলতো চুমুতে!
সমস্ত সংশয় মেঘ হয়ে উড়ে গেলো দূরে বহুদূরে!
১৯টি মন্তব্য
শামীম চৌধুরী
অপেক্ষার শেষ প্রহরে;
দেখা হবে কী তাহার সনে?
বসত যাহার বুকের বাম অলিন্দে!
আধিপত্য যাহার হৃদয় সিংহাসনে!
দুর্দান্ত দাপটে শাষণ চলে যাহার মনোরাজত্বে!
দারুন কথামালা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেজওয়ানা কবির
অবসান ঘটিয়ে কাছে টেনে নিলে আলতো চুমুতে!
সমস্ত সংশয় মেঘ হয়ে উড়ে গেলো দূরে বহুদূরে!
কিন্তু আমি জানি ওহে প্রিয়, তুমি আবার যাবে চলে,
অপেক্ষার প্রহর গুনতে গুনতে সময় ও যাবে চলে,
শুধু বলি, এবার যাওয়ার সময় একবার যেও বলে।
সুন্দর অনুভুতির প্রকাশ আপু।শুভকামনা।
সুরাইয়া পারভীন
আবার চলে যাবে ভেবে পাওয়ার আনন্দটা মাটি করার তো কোনো মানে নেই তাই না
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদ
অপেক্ষার ফল মিঠাই হয় শেষপর্যন্ত। প্রকৃত ভালোবাসা ধরা না দিয়ে পারেনা।
চমৎকার আবেগী লেখা। শুভকামনা অবশ্যই।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
এসেই ই যখন পড়েছে , মাভৈ নৃত্য সবাই মিলে শুরু করতেই পারি!!
সুরাইয়া পারভীন
হুঁ শুরু করে দিন নৃত্য নির্ভয়ে
সাথে আমাকেও নিয়েন
আমি নাচতে না জানলেও নাচাতে ওস্তাদ
হা হা হা হা হা হা হা হা
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
এলোমেলো ভাবনাগুলো মিলনে হয় অবসান।
আমি ভাবতে ভাবতে করি দিন গুজরান।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
চমৎকার শব্দ বুননে যথার্থ লেখনী, দিদি।
কিছু পেতে হলে নিশ্চয় অপেক্ষা করতে হয়।
শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
নাজমুল হুদা
লেখার ভিতর ডুবে গেছিলাম তারপর এসেছে শুনে ভেসে উঠেছি। আহা! কী রোমান্টিক ভাবনা।
পৃথিবীর সব ভাবনা সুন্দর হোক, পৃথিবীতে শান্তি থাকুক।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার ভাবনার শেষে তার আগমনে মুখরিত হয়ে উঠলো মনের আঙিনা। আহা কি আবেগ, ভালোবাসা। ভালো থাকুন সবসময় এমন হাসিখুশি ভালোবাসা নিয়ে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
সে কোন দরদিয়া আমার, একবার ডুবায় আর ভাসায়।
গানটা শুনেছেন?
সুরাইয়া পারভীন
না আপু। খুব একটা গান শোনা হয় না
তবে আজ এই গানটা অবশ্যই একবার শুনবো
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
https://youtu.be/0mBUGINs35Q
লিংক দিলাম