উড়ন্ত মিছিল

আলমগীর সরকার লিটন ১১ নভেম্বর ২০২০, বুধবার, ১২:১৫:০৯অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

শরীর দেখি আর চাঁদ কে ভাবি
রাতের শিউলি ঘ্রাণের স্পর্শ যেনো
ধোঁয়া জরানো রাস্তার মোড়;

অথচ হাতের ছুঁয়া বকুলের
মালা নেই, ছিন্ন ঘামের ঝর্ণা
তাও বালুচর জেগে থাকা বন্যা!

মুছে যায় না সূর্যের উত্তাপ রশ্মি
পুড়ে আঙ্গার ফেটে চৌচির অতঃপর
শরীর পঁচে মাটির লাবণ্য সাজ;

শিশির ভিজার দিগন্ত জুড়া মাঠ
এ পাশ ও পাশ যেনো দুর্বলা ঘাসে
ঘাসফড়িং দল বাজির উড়ন্ত মিছিল।

২৬ কার্তিক ১৪২৬, ১১ নভেম্বর ২০
--------------------------------------

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ