আসুন , আড্ডা দেই

দেবজ্যোতি কাজল ১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, ১১:২৪:০০অপরাহ্ন ছবিব্লগ ৩৩ মন্তব্য
  •  বয়াতির শরিয়ত সরকার
বয়াতী শরিয়ত সরকার । নিশ্চয় তিনি এখন বিতর্কীত মানুষ ।

বাংলাদেশের অধিকাংশ মানুষ বাক্ স্বাধীনতা বিশ্বাস করে না । একটা দেশ চলে জনগণের মানসিকতার উপরে । সরকারের মানসিকতার উপরে না ।

ধর্ম ও বাংলাদেশ দুই সহোদর ভাই । এটা বারবার প্রমানীত ।

বয়াতির অপরাধটা কি সত্যিই অপরাধ ছিলো ?

ধর্মটা আসলে কি ?

 

ভোট হয় স্কুলে স্কুলে

সরস্বতী পুজোও হয় স্কুলে স্কুলে ।

গ্যাকলটা তবে কোথায় ?

হয় ভোটের তারিখ পরিবর্তন , না হয় মরন । নির্বাচন কমিশন নামক দড়ি দিয়ে রাষ্ট্র আজ হিন্দু সম্প্রদায় কে বেঁধে পুজা বন্ধ করতে চায় ।

বাংলাদেশের সংখ্যালঘুরা কেমন আছে ?

বাংলাদেশে যারা সংখ্যালঘু তারাই কিন্তু ভারতে সংখ্যাগুরু , বাংলাদেশে যারা সংখ্যালঘু ময়ানমারে তারা সংখ্যাগুরু ,আবার ভারতে যারা সংখ্যালঘু তারাই আবার বাংলাদেশে সংখ্যাগুরু ।

সংখ্যাগুরু ও সংখ্যালঘু তৈরীর মহানায়ক “ ধর্ম ” ।কি বলেন ?

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ