অলিখিত প্রতিশ্রুতি –

বন্যা লিপি ২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ০৭:৩৪:০৪অপরাহ্ন অণুগল্প ৩১ মন্তব্য

--আমি তোমাকে চাই

যখন আমি শূন্যতা অনুভব করি।

: শুন্যতারও তল আছে, অনুভবে বুঝতে পারি।

--আমি তোমাকে চাই

যখন আমি ভীষণ অসুখী।

: অধরা সুখের -অসুখের মতো চাওয়া হয়ে পড়ে পথ্যির মতো। আমি সেখানেই রয়ে যাই যেখানে আমায় পাওয়া যায়....

 

--আমি তোমাকে চাই

যখন সময় থমকে দাঁড়ায়।

: ভীষণ ধুম্র কুয়াসা ঘেরা জনপদের দীর্ঘ রাস্তায় সময়ের ধুলো গুণে দেখো।এগোবে না আর সময়!

-- আমি তোমাকে চাই

যখন পৃথিবী আমাকে ছেড়ে যায়।

: নিথর অ-কম্পিত চোখের পাপড়ি পাহাড়ায় থাকুক, যখন যেমন  সুর ওঠে  ইচ্ছের বেহালায়। অভৈব শব্দের মানে জানি না।

কিছু অবোধ মায়ার জালে রোজ দেখি জলের প্রতিচ্ছবি।

-- আমার তোমাকে প্রয়োজন

যেমন দেহের জন্য মাথা প্রয়োজন,

যেমন মাছের জন্য জল প্রয়োজন!

: বলেছিলে, আমাদের নিরবতাও অনেক শক্তিশালী। বলেছিলে, কাঁচবন্দী জীবনের সুখের কথা। বড় বিলাসী জীবন সে কাঁচের জলে মাছের সখ্যতা!

--তোমাকে চাই নক্ষত্র হিসেবে

আমার বেড়ে উঠতে, আমার বৃদ্ধ হতে।

: দ্বীপবাসী নই, নই নিহারীকার সঙ্গী।

নিঃশ্বাসের আশে আছি তো এখনো- রয়ে যাবো ছায়াদের মত!

-- আমি তোমাকে চাই-চাই-চাই

যখন আমার পাশে আর কেউ নাই

আমি ভীষণ ভয় পাই। যখন

কেউ আমাকে বিশ্বাস করে না আর

তখন আমি তোমাকে চাই।

: বোধ হয়ে ভাবনারা থেকেই গেছে আমাকে ছেড়ে আমার কায়া।

কিছুইতো নেই দেবার, আছে শুধু মায়া।

-- যখন আমি একলা থাকি

যখন আমার চোখে অশ্রু ঝরে, তখন

আমি তোমাকে চাই।

যেদিন আমি দেশদ্রোহী অথবা যোদ্ধাহত

সেদিন আমি তোমাকে চাই।

: পৃথিবী শান্ত হবে কোনো একদিন, কোনোএকদিন শুকাবে থই থই জলের বিলাসিতা। নেমে গেলে বোঝাদের বোঝা, সেদিনও খুঁজে পাবে আমার ঠিকানা।

--আমি তোমাকে চাই

যখন আমি কাঁদি।

আমি চাই তোমাকে

যদি আমি বেঁচে থাকি।

:  না দেখা ভূবনের বাতাসেও জেনে নেই, কার চোখ ভিজছে কোন অন্ধকারে!

আলগোছে মুছে দেই অস্পৃশ্য স্পর্শে, চোখের কোনে জলের ধারা।

যদি এইসব কোলাহল যায় থেমে......যদি থাকি বেঁচে গিয়ে..............

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ