মেঠো পথের জঙ্গলে যে ফুলটি ফোটে।
অবহেলা অনাদরে তার জীবনটি কাটে।
জীবন কেন এমন প্রভু এতো নির্মমতা।
কারো কারো জীবন জুড়ে কঠিন বাস্তবতা।
তারপরেও এগিয়ে যাওয়া, মাথা তুলে বাঁচা।
চেষ্টা থাকে ভাঙবে একদিন অনিয়মের খাঁচা।
……….দূর্দান্ত লিখেছেন ভাই, এখান থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি।
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সবকিছুর পরও মাথা তুলে বাঁচতে হয়, অনিয়মের খাঁচা ভাঙ্গতে হয় । ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল ভাইয়া
ইসিয়াক
অনেক অনেক ভালো থাকুন দিদি ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
তৌহিদ
বাঁচতে হয় নিজের মত করেই সম্মানের সাথে। অনুকবিতা ভালো লেগেছে ভাই।
ইসিয়াক
ভালো লেগেছে জেনে ভালো লাগলো প্রিয় ভাইয়া।
নিরন্তর শুভকামনা।
মাহবুবুল আলম
সবগুলোই ভাল লেগেছে।
তবে অণুকবিতা এত বড় না হলেই চরিত্র বজায় থাকে।
ইসিয়াক
চমৎকার দিকনির্দেশনা মুলক মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো।
নিরন্তর শুভেচ্ছা ।
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন । ভালো থাকুন।
ইসিয়াক
ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় মহী ভাই।
সাদিয়া শারমীন
বাহ দারুণ তো! প্রতিটি অনুকাব্যই ভাল্প লেগেছে।
ইসিয়াক
ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
ভালো থাকুন সবসময়।
হালিম নজরুল
ভাল লাগল অনুকবিতাসমুহ।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ নজরুল ভাইয়া।
শুভকামনা রইলো।
কামাল উদ্দিন
মেঠো পথের জঙ্গলে যে ফুলটি ফোটে।
অবহেলা অনাদরে তার জীবনটি কাটে।
জীবন কেন এমন প্রভু এতো নির্মমতা।
কারো কারো জীবন জুড়ে কঠিন বাস্তবতা।
তারপরেও এগিয়ে যাওয়া, মাথা তুলে বাঁচা।
চেষ্টা থাকে ভাঙবে একদিন অনিয়মের খাঁচা।
……….দূর্দান্ত লিখেছেন ভাই, এখান থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি।
ইসিয়াক
মন্তব্যে মুগ্ধতা রইলো প্রিয় কামাল ভাই।
শুভকামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অনিয়ম যখন নিয়ম হয়ে যায় তখন তা ভাংগা খুব জরুরী।
ইসিয়াক
ঠিক বলেছেন ভাইয়া।পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো, শুভকামনা জানবেন।
আরজু মুক্তা
১ নং ভালো লেগেছে
ইসিয়াক
অন্যগুলো বুঝি ভালো হয়নি? ১ নং ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভ বিকাল
ইঞ্জা
অনিয়মের ধারা ভাঙ্গতে হবে ভাই, বাঁচতে আমাদের হবেই।
চমৎকার লেখাটি পড়ে ভালো লাগলো।
ইঞ্জা
অনুরোধ করবো লিংকের লেখাটি পড়ার জন্য।
https://www.sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0/