পাখি : জেস এদিকে তাকাও
জেস : হুম কি ? কেমন আছো ?

পাখি : ভালো। আরে আমার দিকে তাকিয়ে দেখোনা 🙂
জেস :তাকালাম  🙂

পাখি : কিছু দেখো ? আমি সেজেছি 🙂
জেস : সুন্দর লাগছে , সাদা জামাটায় খুব ভালো লাগছে।

পাখি : আর ?
জেস :আর কি আবার ?

পাখি : আমি ঠোঁটে লিপস্টিক দিয়েছি পায়ে আলতা , এসব দেখবেনা তুমি ?
জেস : ও হ্যা , ভালোই লাগছে ।

পাখি : শুধু ভালো ?
জেস : না না শুধু ভালো না অনেক ভালো । তা আজ এত সাজলে কেনো ?

পাখি : সত্যি অনেক ভালো ? 🙂 সাজবো না ? প্রায় চার ঘন্টা উরে এসেছি তোমার কাছে। একটু না সাজলে তোমার যদি আবার ভালো না লাগে ? :p
জেস : কি যে বলো , তোমাকে সব সময়ই সুন্দর লাগে।

পাখি : লাভ ইউ জেস (3
জেস : 🙂
পাখি : তুমি লাভ ইউ বললে না যে ?
জেস : এত সময় একা একা উরে আসলে , কষ্ট হয়নি তোমার ?

পাখি : কেনো কষ্ট হবে ? তুমি তো সারাক্ষণ আমার কাছেই থাকো 🙂
জেস : তবুও কষ্ট তো কিছু হয়েছে। চলো কিছু খাই ।

পাখি : আগে একটু তোমার কাছে থাকি ?
জেস : আচ্ছা থাকো 🙂

পাখি : তুমি ভালো আছো জেস ?
জেস : ভালো 🙂

পাখি : সত্যি ? 🙂
জেস : হ্যা সত্যি
পাখি : 🙂

প্রিয় পাখিটা: আমার প্রান পাখিটা- ১ , আমার পাখির প্রত্যাবর্তন ১০ আগষ্ট ২০১৩ ।   

আমার প্রিয় পাখিটা , আমার প্রান #পাখিটা - ২

আমার প্রিয় পাখিটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি । বহু বছর ধরে আছে সে আমার সাথে। মাঝে হারিয়ে গিয়েছিলো। ফিরে এসেছে আবার ২০১৩ এর আগষ্টে । ফিরে আসার লেখাটিও দিলাম এখানে। এরপর ২ থেকে ৮ পর্ব দেয়ার ইচ্ছে।

0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ