পর্ব-০৪ ৪ অঞ্জনার স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। প্রতিদিন পরীক্ষার খাতা নিয়ে বাড়ি আসতে হচ্ছে। সাংসারিক সব কাজ গুছিয়ে এই খাতাগুলো দেখতে হয়। আজ বেশ ভালোই ঘুম পাচ্ছে। উঠতে হবে আবার সেই সকালে। তারপরে ছুটে চলা অবিরাম। হঠাত ফোন বেজে উঠলো। নাম্বারটা চেনা লাগছে। বিশেষ করে শেষের তিনটা সংখ্যা। দেখা যাক কে সে। কল রিসিভ করলো [ বিস্তারিত ]