পরাজয়

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০১:২৫:০৬অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

আমি হেরেছি, আমি  হেরেছি

গিয়াছি হেরে

বাংলার সবুজ শ্যামল প্রকৃতির কাছে
যে রূপসী  সেজে বসে আছে
বাংলার মেঠো পথে
আমি  হেরেছি, গিয়াছি হেরে
কাজল দীঘির কাজল জলের কাছে
যেথায় সকল জলজ প্রাণ থাকে শৃঙ্খলিত
হেরেছি বিঝরিত বকুলের কাছে
যার সৌরভ আছে আমরণ।
আমি হেরেছি, গিয়াছি হেরে
নীল আকাশের ধবল রঙের কাছে
যার বহতা দেখে
হেরেছি রঙধনুর কাছে
আছে যার সপ্ত রঙের বাহার।
আমি হেরেছি, গিয়াছি হেরে
পাখপাখালির কাছে
যাদের হর্ষে আছে বাহারি সুরের গান
গানে মুগ্ধ করে রাখে সকল মানুষের প্রাণ
হেরেছি বিটপীর সজীবতার কাছে
তার নির্মূল বায়ু দিয়ে বেচে রাখে সকল প্রাণ ।
আমি  হেরেছি, গিয়াছি হেরে
রফিক শফিক সালামের কাছে
যারা মায়ের মুখ নিংসৃত বাণী রক্ষার জন্য
অকাতরে দিলে কত প্রাণ
হেরেছি সূর্যের উদারতার কাছে
যে নিজের আলোয় করেছে আলোকিত চাঁদকে।
আমি হেরেছি , গিয়াছি হেরে
বাংলার ত্রিশ লাখ কারিগরের কাছে
তাদের বীরত্বের বীর গাঁথার জন্য
তাদের কেউ করতে পারে নাই
ভিনদেশীদের পণ্য
দেশকে রক্ষার জন্য ছিল তারা ঐক্যবদ্ধ
হেরেছি বাংলার আম জাম ডুমুর ডালিম গাছের
মনোরম মুকুট ও জালি বেষ্টিত  পরিবেশের কাছে
যাতে ধরে আছে বাহারি রঙের ফুল ও ফল ।
আমি হেরেছি, গিয়াছি হেরে
বাংলার পদ্মা মেঘনা যমুনা বিধৌত নদী কর্ণফুলীর কাছে
যার বাংলাকে পলি দিয়ে করে রেখেছে উর্বর
যার জন্য বাংলা জগৎকে উপহার দিচ্ছে
গোল্ডেন ফিবার
হেরেছি বিস্তর জোনাকির কাছে
যে নাকি বলে আঁধারে ছড়ায় বর্ণিল
আলো মিটমিট করে।
আমি হেরেছি, গিয়াছি হেরে
বাংলার মানুষের নিরপেক্ষ ধর্ম বিশ্বাস দেখে
যারা নাকি একে অপরের পাশে থাকে সুখে দুখে
মিলে মিশে আছে যেন আত্মীয়র মতো
হেরেছি বাংলার মানুষের গুণ দেখে
যারা নিজেতে বিভোর নয়
অপরের কল্যাণে বিলিয়ে নিজ জীবন সেই গুণ দেখে ।
আমি হেরেছি, গিয়াছি হেরে
বাংলার অবিসংবাদিত নেতার কাছে
যার বলিষ্ঠ কন্ঠস্বর আর সাহসী নেতৃত্ব বাঙালিকে
করেছে প্রাণের সঞ্চার
হেরেছি বাংলার মানুষের
ভ্রাতৃত্ব শান্তি সাম্য বিশ্বাস দেখে ।
রচনাকালঃ
২৫/০২/২০২০
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ