অতঃপর ধৈর্য

আলমগীর সরকার লিটন ১৪ নভেম্বর ২০২০, শনিবার, ১২:০৪:৪৪অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

জীবনের কিছু সময় কালের গর্তে হারিয়ে যাচ্ছে-
অথচ খোঁজে পাওয়া কিছু বিদ্বেষ শুধু অগ্নিময় সন্ধ্যা;
পুড়েনি দুই একটা আত্মার নির্ঘুম আর্তনাদ-
তবুও জীবনের রাস্তার মোড়ে এত সংশয় অবসাদ;

বিবেক চেয়ে থাকে না-দৃষ্টিপাতে অশ্রু ভেজাই না !
তারপরও ভোর নামে শীতের কুয়াশা শিশির-
ভাবমুখর উত্তাপ মনে দুপুর বেলার ক্লান্তি বিশ্রাম
অথচ পূর্ণিমা চাঁদ যেনো এতটুকু হাতছানি দীর্ঘশ্বাস;

আর কিছু আতর সুরমার ঘ্রাণ লুকোচুরি খেলাঘরে প্রাণ
আট্রহাসির ঠোঁটে নৈঃশব্দের কিছু এলোমেলো গান
যাহা ইতিহাসকে হারমানায় শুধু কলঙ্ক অধ্যায়- অতঃপর
ধৈর্য যেনো জীবনের এক কালজয়ী গর্তের আসমান।

২৯ কার্তিক ১৪২৬, ১৪ নভেম্বর ২০
--------------------------------------

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ