চিঠি

কামরুল ইসলাম ১৮ জুলাই ২০২০, শনিবার, ০২:২৭:১৩পূর্বাহ্ন চিঠি ১৬ মন্তব্য

নবীণা

মানুষ খুব  রুচিবান,  আত্মকেন্দ্রিক । নিজেকেই  নিজের মতো উপস্থাপন  করে । অন্যের  মত বা মতাদর্শ ,  রুচি ,  পছন্দ ,  অপছন্দ  বিবেচনা  করে  না ।  এখানেই মানুষের  মাঝে  মানুষের  অমিল ।

তুমি যখন আনন্দের   জোয়ারে  ভাসো,  আমি তখন বিষণ্ণতায় ভুগি । আমি যখন আলো খুজি,  তুমি তখন অন্ধকারে  তলিয়ে যাও।   মেরু  একত্রিকরণ সূত্রটা  চর্চার অভাব আমাদের । কিন্তু এই অভাবের চর্চাটা করে যাই আমরা সারা জীবন, ।  তাই সংসারে ,  সমাজে,  জাতিতে,  রাষ্টে এতো বিবেদ,  বিচ্ছেদ ।

আজ আকাশটা অনেক পরিষ্কার ।  তুলোর মতো মেঘ ছড়িয়ে আছে সারা আকাশ।  ফাঁকে  ফাঁকে  দু একটা তারার আলো ঝিলমিল করছে। এমন নিবিড় রাতে তোমাকে প্রথমেই নীতিবাক্য লিখতে বসলাম ।  আমার নিঃসঙ্গতায় তুমি বড়ই স্বপ্নময় । একাকীত্বের পরম দোসর । ভাল লাগা আর ভালবাসার অন্তীম প্রাপ্তি ।  কল্পনায় তোমার উপস্থিতি আমাকে সুখের জোয়ারে  ভাসিয়ে  দেয় ।  হাজার জনমের উল্লাস জেগে উঠে অনুভুতির স্তরে স্তরে ।

তবুও অপূর্ণতায় ভুগি সর্বক্ষণ ।   কেননা, তোমার দৃষ্টিতে নিজেকে আবিষ্কার করিনি এখনো । চাওয়া পাওয়ার খতিয়ানে জের টানা হয়নি জীবনের রেওয়ামিলে ।

প্রান্তিক আর ঐচ্ছিক জীবনের ব্যবধান  খুঁজে ফিরি আজও ।

তুমি হয়ত ঘুমিয়েই আছো,  আর আমি জেগে আছি মেঘের  ফাঁকে  তারা গুনে গুনে ।

ভোরের আলো স্বপ্নময় হোক,  তোমার,  আমার,  সকলের।

আজ আর নয়,

ভাল থেকো, অহর্নিশি ।

নিবেদনে

তোমার সেকুল

রচনা কাল ঃ ১৮/০৭/২০২০

ঢাকা

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ