রাত//

বন্যা লিপি ২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ০২:১৪:৩৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

নিকষ কালোটুকু ঝাঁপিয় জেঁকে নামতেই...চোখের তারায় হাজার জুঁই ফোটে! বিনম্র ভদ্রতায় আকৃষ্ট করার প্রাণপণ চেষ্টা হোঁচট খায় প্রহরের পাথুরে দেয়ালে। ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী'র রূপকথারা তেপান্তরের আলেয়া।
ঘুমকুয়াসায় চলে সাঁতার কাটা নির্নিমেষ!
চৌরঙ্গী'র ল্যাম্পপোস্টে প্রতিসরণে গোনাগুণতি উইপোকাদের ভীড়!
নিঃসঙ্গ কালোয় কালো কুকুরের কান্না'র আহাজারী ঘুরেফিরে সজাগ।
জেগে থাকা ঝিঁঝিঁ পোকাদের সোল্লাসে সঙ্গী হবার আকাঙ্খা ব্যাক্ত!

শব্দাক্ষরের ভিটেমাটিতে আকালখরা দীর্ঘাতিসময়ের সমন!

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ