প্রিয় ভালোবাসা

সুরাইয়া পারভীন ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৬:১৪:১৮অপরাহ্ন চিঠি ৩২ মন্তব্য

প্রিয় ভালোবাসা,

চার দেয়ালের গণ্ডিতে আবদ্ধ থেকে যদি ভালো থাকা যায়,
তবে খোলা আকাশের নিচে বিশাল পৃথিবীতে বিচরণ করার কী দরকার?

মানুষকে ভালোবাসতে গিয়ে যদি বার বার ক্ষত বিক্ষত হতে হয়,
তবে মেকি মহত্ত্ব দেখিয়ে তাবৎ দুনিয়ার মানুষকে অলীক ভালোবাসায় ভাসানোর কী দরকার?

কথা গুলো বেশ স্বার্থপর স্বার্থপর শোনাচ্ছে তো!

আজ সকালে শোনা মূল্যবান বাণী
"চার দেয়ালের গণ্ডিতে আবদ্ধ না থেকে মানুষকে ভালোবাসতে শেখো"

এই ভালোবাসার জন্যই আমি জ্বলেছি ,পুড়েছি অজস্র বার,
রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়েছি , অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গিয়েছি,
ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েও শেষ মুহূর্তে ফিরে এসেছি,
ধ্বংস স্তূপে বিলিন না হলেও হয়েছি নিশ্চুপ স্তব্ধ একা,
চার দেয়ালের একটি ঘরকে করেছি পৃথিবী,
সে পৃথিবীর গণ্ডিতে বন্দি করেছি নিজেকে,
এ বন্ধ ঘরে কিছু বিক্ষিপ্ত শব্দ হয়েছে আমার সঙ্গী।
এই বিক্ষিপ্ত শব্দ গুলোকে গোছাতে গোছাতে কেটে গেছে সারাবেলা
এলোপাথাড়ি গোছগাছ শেষে কিছু একটা পেয়ে খুশির সীমায় পৌঁছে গিয়েছি।

বিধি বাম
তুমি আবার ফিরে এলে
ঐ যে জ্বলিয়ে পুড়িয়ে না মেরেও মেরে ফেলা তোমার স্বভাব
তাই আবার এসে হৃদয়ের ছোট্ট উঠানে বাসা বেঁধেছো
আমি যখনই তোমাকে আঁকড়ে ধরতে চাই তখনই তুমি দূরে চলে যাও
আমি যখনই তোমায় নিয়ে কল্পনায় বিভোর হই তখনই তুমি বাস্তবতায় ফিরিয়ে দাও আমায়
আমি যখনই ভালোবাসি বলি তখনই তুমি বলো ভালোবাসি বললেই যেনো ভালোবাসা হয়?
বাস্তবতার ঝটকানিতে মুখ থুবড়ে পড়ে যখনই ফিরে আসি ,গৃহ বন্দি করি নিজেকে
তখনই তুমি বলো চার দেয়ালের গণ্ডিতে আবদ্ধ না থেকে মানুষকে ভালোবাসতে শেখো।

ওহে ভালোবাসা !
অনেক হয়েছে এবার চলে যাও
ছেড়ে দাও আমার উঠান
থাকতে দাও একা
বাঁচতে দাও নিজের মতোন

ভালো থেকো ভালোবাসা

ইতি,

তোমার সাথে প্রতিনিয়ত যুদ্ধরত এক মানবী💓

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ