তুমি ভালো কিছু করো।

সঞ্জয় মালাকার ২১ জুন ২০১৯, শুক্রবার, ১২:০৯:০৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

তুমি ভালো কিছু করো।

তুমি ভালো কিছু করো
জীবন সুন্দর এবং মধুময় হবে!

তুমি সত্য কে সম্মান করো
জীবনে কোনও কলঙ্ক থকবে না!

তুমি সৎ এবং নিষ্ঠাবান হও
জীবনে কখনো হারবেনা!

তুমি মানুষ মানুষের হয়ে বাচতে শিখো
জীবনে কখনো দুঃখ আসবেনা!

তুমি সুবিচারে মগ্ন হও -
কখনো বিচর বঞ্চিত হবে না!

তুমি ভালো কিছু করো
সারাজীবন বেচে থাকবে সবার হৃদয়ে!

তুমি এমন কিছু করো না
যেনো কারো অমঙ্গল হয়!

তুমি তো খুব ভালো
মানুষ মনুষ্যত্ব বোধ তোমারও আছে!

তুমি তো জ্ঞান বিজ্ঞান, সুস্হির একজন মানুষ
মানুষের কল্যাণে কাজ করো!

তুমি এমন কিছু করো
জীবনের প্রতিটা পড়ায় আনন্দ যোগাবে!

তুমি সমাজ চিন্তক -পর উপকারী
ভালো মানুষের মধ্যে তুমিও একজন!

শিক্ষা থাকলেই শিক্ষিত হওয়া যায় না!

জানি শিক্ষা জীবনের আলো
উজ্জ্বল ভবিষ্যতের যুগান্তকারী মঞ্চও!

তুমি সুশিক্ষা শিক্ষিত হও
বিশ্ব জয়ী মানব হবে!

তুমি সফল তোমার সব গুলো কাজে
ভালো মন্তব্যের অধিকারী-
তোমার কোনও তুলনা হয়না!

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ