খেলার খেলায়

নীলাঞ্জনা নীলা ১২ অক্টোবর ২০১৬, বুধবার, ১০:৩৪:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৬ মন্তব্য

হাসি যার কাছে আমি ঋণী...
হাসি যার কাছে আমি ঋণী...

আমি মৃত্যু দেখে হেসেছি, রমনীয় স্মিত হাসি ছিলোনা সেটা–
তারপর থেকেই মৃত্যু শব্দটার সাথে আমার আর কোনো টানাপোড়েন নেই।
বরং জলজ্যান্ত দুঃখ দেখলে ভাবতে থাকি
একটি কবিতা কি মনের শরীরে অঙ্কুরিত হতে চলেছে এখন?
তখনই নিজেকে আমি একজন মানুষ হিসেবে বুঝি
তা নইলে এই যে মনের আসে-পাশে কিছু ভরসা জমিয়ে রাখা আছে
সেখানে কিছুই তো খুঁজে পাওয়া যায়না
যখন এই হাত কারো আঙুলের স্পর্শ খোঁজে,
তখন শূণ্য এই হাত দু’টো আবেগীয় অক্ষর নিয়ে খেলে একা একা–

 

কি অনায়াসে বদলে যাওয়া মুখেদের মানচিত্র দেখে দেখে
কাউকে আর মানুষই লাগেনা আমার
মনে হয় সব মুখগুলো যেনো একেকটি ভূ-খন্ড;
যে যখন পারবে হানা দেবে, আর,
যুদ্ধে জয়ীদল দখল করে নেবে।
কেউ যখন আমাকে তার নিজের যন্ত্রণার কথা বলে
তখনও আমি হাসি, কারণ আমাকে বোঝার মতো কেউ যে থাকেনা
যে যেভাবে পারে
আমার চরিত্রকে তাদের নিজেদের মনের মতো করে আঁকে
কখনো হয়ে যাই ভন্ড, কখনো প্রতারক,
আবার, কখনোবা মিথ্যুক!
আর কেউ কেউ আমায় খারাপ হিসেবে ভাবতেই পারেনা।
আমি একই মুখ, কতো যে মুখোশ।

বহুকাল আগে একটা ফটোগ্রাফি দেখেছিলাম
চোখ থেকে জল ঝরে পড়ছে, আর মুখটা কাঁদো কাঁদো।
আসলে ওটা কান্না ছিলোনা, ছিলো আনন্দ
তখনই জেনেছি আনন্দও কাঁদে, তবে কান্নার জল হাসতে জানেনা।
তাই আমি অনেক হাসি।
কান্না-যন্ত্রণা, মৃত্যু, আনন্দ কিংবা স্বস্তি
ওসব অনুভূতি আছে কি নেই, নিজের ভেতর খুঁজতে যাইনা–
বরং ভাবতে থাকি,
কিভাবে কিছু অক্ষর যোগ করে শব্দ বানানো খেলায় জিতিয়ে দিতে পারি নিজেকে!

হ্যামিল্টন, কানাডা
১১ অক্টোবর, ২০১৬ ইং।

**এ লেখাটির জন্ম চার্লি চ্যাপলিনের এই একটি উক্তির জন্য — “I have many problems in my life, but my lips don’t know that, they always smile.”**

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ