স্মৃতির বিবর্ণ শহর

সুপর্ণা ফাল্গুনী ৪ জুলাই ২০২১, রবিবার, ০১:০০:০৫পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

 

যে শহরে আমার বেড়ে ওঠা- ঠিক সেখানেই শুরু হয়েছিলো তোমার-আমার প্রেমের অঙ্কুরোদগম;
একটু একটু করে শাখা-প্রশাখা গুলো যখনই বেঁচে থাকার লড়াইয়ে আত্মতৃপ্তির ঢেকুর তুলতে চাইলো- ঠিক সেখানেই পথ রোধ হলো , বেজে উঠলো মৃত্যুর পরোয়ানা।
স্বাধীনতার দোহাই দিয়ে পাশ কেটে চলে গেলে অন্য কোথাও শিকড় গাড়তে;
ছিন্নভিন্ন করে দিলে কৈশোরের অবোধ স্বপ্নগুলোকে।
একই শহরে থেকে ও আজ আর দেখা হয় না তোমার-আমার বহু বছর।
একটু একটু করে হৃদয়ের আঙ্গিনা থেকে তোমার ছায়া সরে গিয়েছে , তোমার অস্তিত্ব রক্ষায় নেই কোনো বাঁধের টেন্ডার।
তবুও তুমি আছো সশরীরে, মনের গহীনে- স্মৃতির বিবর্ণ স্মরণে।

এই শহরের বাতাসে ভেসে বেড়ায় বিশ্বাস হরণের জলছাপ, মসলাযুক্ত হৃদয় পোড়ার গন্ধ নাসিকারন্ধ্রে প্রেমেরমের ক্ষত বাড়িয়ে দেয় দগদগে কয়লার আঁচে।

আমার স্বপ্নগুলো চুরি হয়েছে , তোমার অভিনব পেশাদারিত্বের কারুকার্যে;
তোমার ঠোঁটের মাঝে অমৃতসুধা খুঁজতে গিয়ে স্বর্গের সিঁড়ি বেয়ে নরকে বন্দী হলাম।

ছবি-গুগল

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ