1935222_1240263963113_2830012_n
হেমন্তের ফিরে আসার রঙ...

 

ফুরিয়ে গিয়ে তারপরে কি এসেছিলো আবার অঘ্রাণ? নতূন ধানে, ভেঁজা ঘাসে
কেন এতো ফুরফুরে হাওয়া? আবার বুঝি চলে যাবার আগে ঘুরে যেতে এসেছে?
এতো এতো কোলাহলে নির্জনতা প্রয়োজন; শীতের ঝাঁপি খুলে গেছে সেই কবেই, তবু কি চাই তার আবার!
এই উত্তরও জানা আছে সকলেরই, বেশ ভালো করেই। চাওয়া-পাওয়ার সমীকরণে কতো ঋতু গিয়েছে চলে।
আমি বসে আছি ওখানেই মেঘের দরোজা খোলা, উঁকি দিচ্ছে শীতের নক্ষত্র ওই দূরের ভোরের আকাশে।
মাঝরাতের ঘুম চোখে নিয়ে ঠাঁয় চেয়ে থাকা---
উত্তর জানা নেই এই অপেক্ষার। চেয়ে থাকা মানে কি অপেক্ষা?
সন্ধ্যে থেকে রাত, রাত থেকে ভোর; নক্ষত্র কার অপেক্ষায় থাকে তবে?
ওই তো এলোমেলোভাবে সেজে থাকা আকাশ,
ঠিক তার নীচে উচ্ছৃঙ্খল জলসমুদ্র, নাহ আমার নীল সাগর এবং আমি অপেক্ষায় থাকি
একদিন সব শুরু হবে, আবার নতূন আরেক জীবন{কি জানি হয়তো শুরুও হয়ে গেছে!}
সেদিন কেউ না কেউ, আমি-তুমি কিংবা আমি-সে নয়তো তুমি-সে...

216398_1906090768367_403769_n
শীতের সন্ধ্যা...

**বহু নক্ষত্রর মৃত্যু হয়, হিসেবে যোগ হয় শুধুই মানুষ।**

হ্যামিল্টন, কানাডা
৩০ নভেম্বর, ২০১৫ ইং।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ