সোনেলার ব্লগার স্বর্গের মেঘ পরী আর আমাদের মাঝে নেই । গতকাল এক সড়ক দুর্ঘটনায় এই জগতের মায়াজাল ছিন্ন করে চলে গিয়েছেন না ফেরার দেশে । আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি । আল্লাহ তাঁকে শান্তি দিক ।

স্বর্গের মেঘ পরীর সর্ব শেষ কবিতা । তাঁর ফেইসবুক আইডি থেকে নেয়া ।

" অদৃশ্য অনুভূতি "
------স্বর্গের মেঘ পরী

তোমার ছোঁয়ায় ,
রঙিন হয় আমার
প্রত্যেকটা অনুভব,
হয়তো প্রলাপ,
হয়তো সমুদ্রের
পাড়ে আছড়ে পড়া ঢেউ ,
তবু মনের আকাশে
তারা ফুটে ওঠে অনর্গল, তছনছ
হয়ে যায় শেষ ইচ্ছা,
স্মৃতিহারা বইয়ের পাতা খুলে দেয়
নড়বড়ে সবকটা অর্গল,
জানি কাঁটা আছে,তবু গোলাপের
আশায়
স্বর্গীয়স্পর্শী মায়াবী চাহনি ৷
সমস্ত আকাশ
নীলের স্রোতে ঝরে পড়ছে, তার
বুকের উপর জানি ধূলোঝড়
ঢাকবে মিনার,
চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা,
কুয়াশায় ধোঁয়াটে,
মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে।
রাতপরীদের চুপকথা বার্তাবহ,
যাযাবর
জীবনের হাতছানি,রূপোলি জল শুয়ে- শুয়ে স্বপ্ন দেখছে;
সূর্যের চুম্বনে।- সোনার
শেকলে বাঁধে সংসার,যন্ত্রণা দুঃসহ ৷
ইচ্ছেডানা ভেঙ্গে গেছে কবেই ,
বোবা চোখে অমোঘ ,
ছুঁয়ে দিলে তুমি ভুল করে,
কতোটুকু বিষ রেখেছো আড়াল কোরে সোনালী ঐ প্রেমের পাশে ! তোমার চোখে
কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম
যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত
তান দিগন্ত থেকে দিগন্তে ।
( তারিখ:  ১০ জুন ২০১৪ )

0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ