সুবেশ ফুলেরা

ছাইরাছ হেলাল ২ মে ২০২০, শনিবার, ১২:০১:১২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

কুহক-বিদ্যার ঔৎসুক্য থেকে
দূর কিংবা কাছ থেকে আস্ফালন দেখেছি/শুনেছি
স্থিরত্বের বিপরীতে, আটকে গেছি/থেকেছি অনাদিকাল।

সবুজ ঘাসের ডগায় জ্বলজ্বলে শিশির বিন্দু
তারাদের একান্ত রাতাকাশে ঝিকিমিকি
একান্তে দাঁড়িয়ে থির চোখে দেখেছি,
পড়শি এই মহাশূন্যের হিরকদ্যুতি
নিঃসঙ্গের শূন্যতায় দূর থেকেই দেখেছি;
উত্তাপ অনুভবের হৃদয়ে ছুঁতে পারিনি;

পরিপূর্ণ স্বপ্ন-মৌচাক শুকিয়ে গেছে,
ঘুম ভাঙ্গা টান টান চোখে শুধুই ছায়াদের বসবাস,
ফুলের সৌরভ খুঁজি আঁজলা ভরে,
শুধুই ঝাঁক-ঝাঁক ঝুলন্ত বিসর্গ অনুভবের অনুরণনে।

ভ্রাম্যমাণ সময়-স্রোতের ভেদ-রেখায় শুধুই
উজ্জ্বল-উচ্ছল রৌদ্র-ঘ্রাণ খুঁজি,
এই অসময়ের সকাল কুয়াশায়, যখন ঝাপসা
হয়ে আছে সুবেশ ফুলেরা।

ছবি......নেট থেকে।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ