সময়ের কারুকাজ

নীলাঞ্জনা নীলা ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ১০:৩২:২৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৮ মন্তব্য

সময়ের কারুকাজ...
সময়ের কারুকাজ...

কোনো এক শতাব্দীর প্রাক্কালে
জমে থাকা বরফের নীচে চাপা পড়ে র'বে
রেখে আসা এই সব বিকেল-সন্ধ্যা-রাত-ভোর।
ছুটির দিনের হিম হিম হাওয়ার ভেতর গলিয়ে, সমস্ত বাধা উপড়ে ফেলে
সামাজিক দ্বিধার প্রাচীর ভেঙ্গে সামনে এসে দাঁড়াবে
এমনই এক নির্ভীক সন্ধ্যা
অসুস্থ সময়ের ভেতর থেকে মাথা গলিয়ে আরেক নতূনের জন্ম হবে
হঠাৎ একদিন সোনালী রোদের ডানায় ভর করে এসে
সেই যে মৃত্যু আবার জীবনের কথা বলে গেলো,
"হিংস্র এই কঠিন পৃথিবীতে ভালোবাসার প্রয়োজন খুব বেশী।"
সেই তখুনিই ক্ষমার ব্যাগ খুলে নিঃস্ব করে দিয়েছি সমস্ত বিদ্বেষ এবং বিতৃষ্ণা--
তারপর থেকেই ভালো লাগে এই হাসি এবং তুমি, মানে তোমাকে,
আর এই সময়, ঘিরে থাকা প্রিয়জনেরা।

হ্যামিল্টন, কানাডা
১৮ ডিসেম্বর, ২০১৫ ইং।

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ