শূন্যস্থান

শুন্য শুন্যালয় ২৬ জুন ২০১৫, শুক্রবার, ০৫:৪০:৩৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৭৪ মন্তব্য

যদি পালিয়ে যাই?
কি ভেবেছ পালিয়ে যেতে পারিনা আমি?
একদিন আমিও পারবো দেখো।
তল্পিতল্পা না হয় রেখেই যাবো,
কোনদিন যদি;
যদি কোনদিন  ফিরে আসি, ছুতো যেন থাকে।
হারিয়ে গেলে কেউ কাঁদে?
হয়তো, হয়তো না, হয়তো কিছুদিন।
শূন্যস্থান পূরন হয় যাবে আবারও ঠিক অন্য কোন প্রিয়ে।
শুধু হারিয়ে যাওয়া সে কাঁদবে
আস্তাকুড়ে টয় স্টোরির মতো গল্প ফাঁদবে
অভিমানে জট ফেলে দেবে  চুলে,
খুঁজে বেড়াবার অবহেলায়, শূন্যস্থান পূরন হবার কস্টে কাঁদবে
কাঁদতেই থাকবে ...

যদি কোনদিন ফিরে আসি?
কি ভেবেছিলে ফিরে আসতে পারবো না কোনদিন?
একদিন আমিও ফিরবো, ফেলে যাওয়া ছুতো ফিরিয়ে নিতে।
সেদিন আমি কাঁদবোনা।
দেখবো ভুলভাল প্রশ্নত্তোরে ফেলের কারিগররা
আবারও ঠিক শূন্যস্থানে পরে আছে ...

ছেলেমানুষি এমন কিছু লিখে কতোবার ডিলিট করি ঠিক নেই। কবে, কি কারনে লিখেছি মনে পরেনা কিংবা মনে করতে চাইনা। আজ ছেলেমানুষই সই।

0 Shares

৭৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ