লক ডাউনে বাংলাদেশ !

সুপায়ন বড়ুয়া ৩০ জুন ২০২০, মঙ্গলবার, ০৩:৩০:৫২অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

বাতাসে করোনার গন্ধ
কানে বাজে ক্ষুধার্ত মানুষের আহাজারী
বেদনায় মানুষ নীল
শোকার্ত মানুষের আত্ননাদে বাতাস ভারী।

স্বজন হারানোর কান্নায়
চাপা পড়ে যায় হতাশার চোরা বালি
আনন্দাশ্রু মিশে যায়
বেদনার উপত্যকায় চোখে পড়ে যায় কালি।

মানুষ আজ গৃহবন্দী
কর্মহীন জীবন থমকে গেছে জীবিকার চাকা
মরচে ধরেছে কলে
নামে ঘোর অমানিশা হতাশার চাদরে ঢাকা।

দুশ্চিন্তায় পড়েছে কৃষক
সোনালী ধানে ভরা গোলায় পড়েছে টান
শষ্য ভান্ডার শুন্য
আতঙ্কে কাটে দিন থমকে যায় জীবনের গান।

বাঁচার স্বপ্নে বিভোড়
পড়সী আসে না দ্বারে করোনায় যদি মরে
প্রার্থনায় বসে প্রিয়
দিন রাত করে যায় মোনাজাত মঙ্গল কামনা করে।

ময়লার ভাগার জমে
পরিচ্ছন্ন কর্মীরা আসে না আর আগের মতো করে
বিদু্ৎ আসে না আর
বিদু্ৎ কর্মীরা নিয়েছে ছুটি করোনার ভয়ে মরে।

গ্যাসের চুলা বন্ধ
তারাও নিল ছুটি জীবন বাঁচাবে আগে
জ্বালানী পড়েছে টান
পরিবহন শ্রমিক হাত গুটালো বাঁচার স্বপ্ন দেখে।

হাসপাতালের দরজা বন্ধ
স্বাস্থ্য কর্মীরা আজ গৃহবন্দী কোয়ারাইন্টানে থাকবে বেশ
লাসের হয় না দাফন
করোনা যুদ্ধে জিতবে বলে লকডাউনে বাংলাদেশ।

বাঁচার জন্য দাবী উঠেছে তাই লকডাউন হল দেশ
থমকে যায় জীবিকার চাকা ধুকে ধুকে মরে বাংলাদেশ।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ