রাত-জাগানিয়া

ইকরাম মাহমুদ ৪ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার, ০২:৩৩:০৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

শুরু হয়ে গেল আবার একটি রাতের জন্য। এভাবেই ডাকতে থাকবে সারাটিরাত বিরামহীন।
চোখ গেলো!! চোখ গেলো!!
একটি নিশ্চুপ, নিঃশব্দ রাত কাটানোর কোনো সুযোগ নাই ওর জন্য। একাকিত্ব বোধ করার কোনো সুযোগ দিবেনা সে। কে বলছে ওকে ডাকতে এতো রাতে?
কে শুনছে ওর ডাক?
কেনো ডাকে এভাবে?
এটা কি ওর একাকিত্ব লাঘবের কোনো মাধ্যম?
ওর ডাক কী কেউ শুনতে পায়?
ওর কেউ কি জেগে থাকে এই সময়টির জন্য?
কী এক করুণ আকুতি ওর ডাকে!!
কি বুঝাতে চাইছে ও,আহাজারি নাকি অন্যকিছু! উত্তর খুঁজতে থাকি মনে মনেই। পাখিদের ভাষা বুঝার ক্ষমতা কেনো দেওয়া হলো না মানুষকে? তাহলে হয়তো ওর ডাকাডাকির অর্থ খুঁজতে গিয়ে এ রাতে সঙ্গী হতে হতোনা।
ওর ডাকাডাকিতে একটা গান মনে পড়লো-

চোখ গেলো,চোখ গেলো
কেনো ডাকিস রে, চোখ গেল পাখি।
তোর চোখে কাহারো চোখ, পড়িছে নাকিরে
চোখ গেলো পাখি।"
"
হয়তো তাই হবে,অথবা......!!

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ