যদি স্বপ্ন জাগে

কামরুল ইসলাম ১ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ০৮:৩২:৫৫পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

 

যদি কখনো স্বপ্ন জাগে,  উষ্ণ অনুরাগে ~

অজান্তে ফুটে ফুল,  গন্ধে ব্যকুল ~

স্মরিও এমনি,  সাজাতে  ধরনী ~

ফুল পাখীরা মসগুল,  আমি ও আকুল ।

সংগোপনে ,  সুর যদি বাজে প্রাণে ~

আমার কবিতা খানি,  হয় প্রেমের বাণী ~

বাঁধিও আঁচলে,  ভালবাসার অতলে ~

মুছে দিও গ্লানি,  বুকে নিও টানি ।

ছুঁয়ে যায় যদি,  বয়ে  চলা নদী ~

কোকিলের ডাকে,  বসন্ত বাঁকে ~

সময়ের হাত ধরে,  স্বপ্নে সাজানো ঘরে ~

ঠাঁই দিও তাকে,  যার ছবি মনে আঁকে ।

পরম বিশ্বাসে,  চরম নিঃশ্বাসে ~

রেখো নাক ফুলে,  বেঁধে রেশমী চুলে  ~

ভালবাসার পরশে,  মনের আরশে ~

জীবনের কান্ড মূলে, সুখের শিখরে তুলে ।

~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ৩০/০৮/১৯

ঢাকা

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ