মুখস্থ সংলাপ

ছাইরাছ হেলাল ১১ অক্টোবর ২০২১, সোমবার, ১১:২৭:৫৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

পৃথিবীর আয়ুরেখা চিনি-নি/চিনি-না, দেখি-ও-নি শেষের ঠিকানা,
তবুও একটু একটু ঝরে যাচ্ছে শিশির কণা
ঘাসের পরতে পরতে, লুকিয়ে সময়ের ডানা;

ভেবেছিলাম পাখি হয়ে উড়ে যাবো
নীলাকাশ ছুঁয়ে ছুঁয়ে,
টুপ করে নীল-ভেদে উড়ে উড়ে মিলিয়ে যাবো
শূন্যতার মহাশূন্যে ;
যাচ্ছি যাচ্ছিতো, টের ও পাচ্ছি দিনান্তে,
রাতের শেষ প্রান্তে;

এমনি করে একদিন ঠিক ই পৌঁছে যাবো
নিজ নিজ ঠিকানায় আয়ু-রেখা-সীমায়
নিঃশব্দের শেষ প্রান্তে।

হাঁসফাঁস করে করে এই-ই সামান্য একটু
দাঁড়িয়েছি, বুক ভরে শ্বাস নিতে নিতে,
প্রায়ান্ধকারে ভূত/ভূতনীদের কানা কানি হাসাহাসি
ছানাবড়া চটুল চোখানি!
এ সব ভান/টান নিচ্ছি-না, করছি-ও-না;

হেঁটে যাব/যাচ্ছি যে যার পথ-গন্তব্যে
সামান্যের বিশ্রাম শেষে, গ্রিনরুমের
ন্যাকা ন্যাকা/মুখস্থ সংলাপের চিত্রনাট্য ছুঁড়ে ফেলে!

ছবি নেটের।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ