মিডল এজ ক্রাইসিস

রুদ্র আমিন ২৬ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৯:০৬:৪৪পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

আলোর মাঝে হারিয়ে গ্যাছে ভালোবাসা নষ্ট আইনের প্যাঁচে
অহংকারি মর্যাদা বাড়িয়ে দিচ্ছে ভেদাভেদ যোগ্যতাকে ছেচে।

দিন গড়িয়ে রাতের জলে আইবুড়ির নৌকাতে যাচ্ছে সে ভেসে
আজ দিনের আলোয় সমাজ তাকে আড়চোখীতে দ্যাখে
লোকে বলে মিডল এজ ক্রাইসিসে কেউ কেউ মৃত্যুকে ডাকে কাছে।

তাইতো আমি এখনও তাকে বড্ড ভালোবাসি বেঁচে থাকার সাধে
তবুও বাঁচুক সে, পৃথিবীর বিশ্বাসী মনে; যদি দূর হয় অন্ধকার গলির
দীর্ঘশ্বাসী কালো ছায়া, আমি রাজি সত্য কোনো গোপন চুক্তিতে
বিশ্বাসের ঘরে।

তবুও শূন্য পরে থাক হাহাকারময় বন্ধ অভিশপ্ত কামরা,
অপরিবর্তিত থাক জলবায়ু ও পৃথিবী।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ