আমায় আর খুঁজে পাবে না

রুদ্র আমিন ১৪ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ১০:৫৪:০২পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
আমায় আর খুঁজে পাবে না

একটু একটু করে হারিয়ে যাচ্ছি
আলোর মাঝে, ছায়ার ভাঁজে
প্রেমিক কিংবা মায়ার খুশির ঢেউয়ে
শান্ত স্বপ্নীল ফুল বাগানে…

সত্যিই হারিয়ে ফেলছি নিজেকে শৈশব কৈশর যৌবনের
খসে পড়া আশার মাঝে
ফরমালিনে চিন্তাযুক্ত ভবিষ্যতে।

একটু একটু করে হারিয়ে যাচ্ছি
মানুষ নামের মানুষের ভীড়ে
একদিন ঠিক-ই আমায় আর খুঁজে পাবে না
নিত্যই যারা স্বার্থ খোঁজো পদে পদে, স্রষ্টা ভুলে আপন খোঁজো শ্রাদ্ধজয়ে…

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ